Riyan Parag (Photo Credit: JioHotstar)

Riyan Parag Out Controversy, IPL 2025: নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) বনাম গুজরাট টাইটানস (Gujarat Titans) আইপিএল ২০২৫ (IPL 2025) ম্যাচ চলাকালীন রিয়ান পরাগ (Riyan Parag) আম্পায়ারের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন। আসলে তাঁকে যে বিতর্কিত আউট দেওয়া হয় সেটা থেকেই বিতর্কের সূত্রপাত হয়। ২১৮ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালস ১২/২ হয়ে গেলে রিয়ান পরাগ এবং অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson) একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন। সপ্তম ওভারে এই বিতর্কের আগে ৪৮ রান যোগ করে তারা। ঘটনার সময় কুলবন্ত খেজরোলিয়া (Kulwant Khejroliya) একটি ফুল লেংথ ডেলিভারি করেন। রিয়ান সেটা খেলার চেষ্টা করেন কিন্তু বল ব্যাটের এজে লেগে গুজরাট টাইটানসের উইকেটরক্ষক জস বাটলারের (Jos Buttler) হাতে ধরা পড়ে। Ajinkya Rahane on Pitch Curator Controversy: 'কিছু বললেই বাওয়াল', পিচ কিউরেটেরের বিতর্ক এড়িয়ে গেলেন অজিঙ্ক রাহানে

মাঠেই আম্পায়ারের সাথে ঝামেলা রিয়ান পরাগের

এরপর ক্যাচটি রিভিউ করা হয় এবং সব রিপ্লে নিশ্চিত করে যে এটি একটি ক্লিন ক্যাচ। তাহলে বিতর্ক শুরু হল কেন? রিয়ান পরাগের বিশ্বাস যে বলটি তার ব্যাটের কাছাকাছি থাকলেও সেই সময় তার ব্যাট মাটি স্পর্শ করেছিল যেকারণে একটি স্পাইক সৃষ্টি হয়। রিপ্লেতে যদিও সেরকম কিছু দেখা না গেলেও পরাগকে দৃশ্যত বিরক্ত হতে দেখা যায়। তিনি এরপর আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে যান এবং রেগে মাঠ ছেড়ে চলে যান। এরপর জানা গেছে তিনি রেগে গিয়ে তার ব্যাট প্যাভিলিয়নের টানেলে ছুঁড়ে মারেন। এরপরই খেলার মোমেন্টাম বিগড়ে যায় এবং গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসকে ৫৮ রানে পরাজিত করে। যেখানে গুজরাটের হয়ে সাই সুদর্শন ৫৩ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। জবাবে রাজস্থান রয়্যালস প্রবল লড়াই করলেও শেষ পর্যন্ত ১৫৯ রানে গুটিয়ে যায়। রয়্যালসের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন শিমরন হেটমায়ার।