
নয়াদিল্লি: টেলিভিশন অভিনেত্রী সুমনা চক্রবর্তী (Sumona Chakravati) কপিল শর্মা শোয়ের (The Kapil Sharma Show) জনপ্রিয় মুখ। সুমনা চক্রবর্তী এই শোতে কপিল শর্মার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন। দর্শকরা বিনোদনের জন্য এই অনুষ্ঠানটি দেখেন। বলিউড সেলিব্রিটিরা তাঁদের চলচ্চিত্র এবং সিরিজের প্রচারের জন্য কৌতুকাভিনেতাদের শোতে যান। টিভিতে সাফল্য অর্জনের পর, দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সেও দর্শকদের ভালোবাসা পেয়েছে। আরও পড়ুন: Monalisa viral reel: স্টাইল আইকন মোনালিসা ঝলমলিয়ে উঠলেন রেড কার্পেটে। ভাইরাল রিলে ঝড়
অভিনেত্রী সুমনা চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় ‘জাম্পিং ইনটু ২০২৫’ ক্যাপশন দিয়ে পুলে ঝাঁপ দেওয়ার একটি ভিডিও শেয়ার করেছেন, নতুন বছরের জন্য তাঁর উত্তেজনা প্রকাশ করেছেন এবং তিনি তাঁর পরিবারে একটি নতুন পোষা প্রাণী, ইউকিকে স্বাগত জানিয়েছেন।
লাল বিকিনিতে পুলে নামলেন অভিনেত্রী
View this post on Instagram
সম্প্রতি দ্য কপিল শর্মা শো-তে সুমনা চক্রবর্তী কথিত নারীবিদ্বেষী misogynistic বিতর্কের বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, ‘বাস্তব এবং রিল জীবনের মধ্যে পার্থক্য বোঝার জন্য মানুষের সাধারণ জ্ঞান থাকাও প্রয়োজন।’