নয়াদিল্লি: ভারত ফ্রান্স থেকে ২৬টি রাফাল মেরিন যুদ্ধবিমান (Rafale Marine Jets) কিনতে চলেছে, যার মূল্য ৬৩,০০০ কোটি টাকারও বেশি। দেশের নৌবাহিনীর (Navy) জন্য এটিই হবে প্রথম বড় ধরনের যুদ্ধবিমান আপগ্রেড। ২০২৩ সালে ফ্রান্স থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার ভাবনাচিন্তা করে প্রতিরক্ষা মন্ত্রক। চলতি বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বুধবার ভারতীয় নৌবাহিনীর জন্য ফ্রান্স থেকে ২৬টি রাফাল মেরিন যুদ্ধবিমান কেনার জন্য প্রায় ৬৩,০০০ কোটি টাকার চুক্তি অনুমোদন করেছে। এই মাসের শেষের দিকে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীর ভারত সফরের সময় চুক্তিটি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: US Tariff War: 'শুল্কযুদ্ধে' আপাতত স্বস্তি ভারতের, চাপ বাড়ল চিনের, নয়া শুল্কনীতি ঘোষণা ট্রাম্পের
সরকারি সূত্রে আরও খবর, চুক্তি স্বাক্ষরের সাড়ে তিন বছর পর জেট বিমানের সরবরাহ শুরু হবে এবং প্রায় সাড়ে ছয় বছরের মধ্যে এটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। রাফাল মেরিন যুদ্ধবিমান ছাড়াও ফ্রান্সের থেকে স্করপিয়ান শ্রেণির ডুবোজাহাজ কেনার বিষয়ে আলোচনা চলছে।
যুদ্ধবিমান কেনার জন্য ৬৩,০০০ কোটি টাকার চুক্তি অনুমোদন
India to Procure 26 Rafale Marine Jets for Navy
Read More: https://t.co/W12rkN46Z6 pic.twitter.com/H2AEFDLsYd
— All India Radio News (@airnewsalerts) April 9, 2025