
নয়াদিল্লিঃ আপতত স্বস্তি ভারতের (India)। অন্যান্য দেশের উপর বিরাট হারের শুল্ক বসালেও, ৯০ দিনের জন্য শুল্কযুদ্ধ থেকে ভারতকে মুক্তি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। চিন (China)ছাড়া বাকি সব দেশের জন্যই কার্যকর হবে এই নীতি, এমনটাই জানানো হয়েছে ট্রাম্পের দফতরের তরফে। চিনের জন্য ভিন্ন পথে হেঁটে, চিনা পণ্যের উপর ১২৫ শতাংশ হারে শুল্ক ধার্য্য করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এই ঘোষণার পর আমেরিকার সঙ্গে যোগাযোগ করেছে প্রায় ৭৫ টি দেশ। এর আগে গত ২ এপ্রিল ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক চাপিয়েছিল আমেরিকা। কিন্তু নতুন করে শুল্ক কমানোর কথা ঘোষণা করায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছে ভারত। কারণ সেই ২৬ শতাংশ করও আর গুণতে হবে না ভারতকে।
ভারতের জন্য ৯০ দিনের জন্য নয়া শুল্কনীতি স্থগিত রাখলেন ট্রাম্প
অন্যদিকে চিনের চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ২ এপ্রিল চিনের উপর ৪ শতাংশ পারস্পরিক শুল্ক চাপিয়েছিল আমেরিকা। পাল্টা পদক্ষেপ করে চিন। মার্কিন পণ্যে পাল্টা শুল্ক চাপায় চিন। এরপরই ট্রাম্পের গলায় শোনা যায় হুঁশিয়ারি। সাফ জানান, চিন যদি শুল্ক প্রত্যাহার না করে তবে চিনের উপর আরও শুল্ক চাপাবে আমেরিকা। সেই মতো চিনের উপর আরও ৫০ শতাংশ শুল্ক বাড়ানো হয়। পরে আরও ৩৪ শতাংশ বাড়ানো হয়। বর্তমান হিসেব বলছে, চিনা পণ্যের উপর এ বার ১২৫ শতাংশ হারে শুল্ক ধার্য্য হবে।
'শুল্কযুদ্ধে' আপাতত স্বস্তি ভারতের, চাপ বাড়ল চিনের, নয়া শুল্ক নীতি ঘোষণা ট্রাম্পের
US Tariff War: Donald Trump Pauses Reciprocal Tariffs on India for 90 Days, Say Sourceshttps://t.co/YqPDrEPfls#US #India #Tariff
— LatestLY (@latestly) April 9, 2025