ইরানে চলছে মাছবৃষ্টি। হ্যাঁ, মাছ বৃষ্টি। যে বৃষ্টিতে জলের বদলে আকাশ থেকে পড়ে শয়ে শয়ে-হাজারে হাজারে মাছ। ঠিক তেমনই আকাশ থেকে শয়ে শয়ে মাছ বৃষ্টির মত টুপ টুপ করে উড়ে এসে পড়ছে তেহরানের রাস্তায়। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে ইরানের রাস্তায় গাড়ির ওপর ধপ ধপ শব্দে পড়ছে মাছ। মানুষ ছাতা মাথায় মাছবৃষ্টি থেকে বাঁচছেন।
সুদূর ইরানের এই মাছবৃষ্টি যেন বাঙালিকে লোভ দেখিয়ে গেল। একে তো বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মত অপেক্ষায় কলকাতা। তার মাঝে যেখানেই বৃষ্টি হয়, সেই খবর দেখে জুলুজুল চোখে দীর্ঘশ্বাস ফেলে বাঙালি। তার মাঝে যদি আবার বৃষ্টির জলের সঙ্গে টপাটপ টপাটপ আকাশ থেকে খসে পড়ে মাছ তাহলে তো কথাই নেই।
দেখুন ভিডিয়ো
🇮🇷IT’S RAINING FISH IN IRAN
The unusual phenomenon is believed to have been caused by a tornado scooping the fish up from the sea and throwing them into the sky, where they later rained down.
Source: @nexta_tv pic.twitter.com/sdsV4V9kwt
— Mario Nawfal (@MarioNawfal) May 4, 2024
বৃষ্টি পড়লে অনেক বাঙালির পাতে এক টুকরো মাছ মাস্ট হয়ে পড়ে।