Iran Fish Rain Video: বাঙালিকে যেন লোভ দেখিয়ে ইরানে মাছ বৃষ্টি, দেখুন আকাশ থেকে শয়ে শয়ে মাছপাতের ভিডিয়ো

ইরানে চলছে মাছবৃষ্টি। হ্যাঁ, মাছ বৃষ্টি। যে বৃষ্টিতে জলের বদলে আকাশ থেকে পড়ে শয়ে শয়ে-হাজারে হাজারে মাছ। ঠিক তেমনই আকাশ থেকে শয়ে শয়ে মাছ বৃষ্টির মত টুপ টুপ করে উড়ে এসে পড়ছে তেহরানের রাস্তায়। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে ইরানের রাস্তায় গাড়ির ওপর ধপ ধপ শব্দে পড়ছে মাছ। মানুষ ছাতা মাথায় মাছবৃষ্টি থেকে বাঁচছেন।

সুদূর ইরানের এই মাছবৃষ্টি যেন বাঙালিকে লোভ দেখিয়ে গেল। একে তো বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মত অপেক্ষায় কলকাতা। তার মাঝে যেখানেই বৃষ্টি হয়, সেই খবর দেখে জুলুজুল চোখে দীর্ঘশ্বাস ফেলে বাঙালি। তার মাঝে যদি আবার বৃষ্টির জলের সঙ্গে টপাটপ টপাটপ আকাশ থেকে খসে পড়ে মাছ তাহলে তো কথাই নেই।

দেখুন ভিডিয়ো

বৃষ্টি পড়লে অনেক বাঙালির পাতে এক টুকরো মাছ মাস্ট হয়ে পড়ে।