Mary Kom (Photo Credit: Instagram)

দিল্লি, ৯ এপ্রিল: এবার ফের বিচ্ছেদের কালো ছায়া ক্রীড়া জগতে। রিপোর্টে প্রকাশ, ভারতীয় বক্সিং লেজেন্ড মেরি কমের (Mary Kom) বিয়ে ভাঙছে (Divorce)। স্বামী অনলারের (Onler) সঙ্গে আর থাকছেন না স্ত্রী মেরি কম। ভারতীয় বক্সিং লেজেন্ড মেরি কম এবং অনলারের বিয়ে হয় ২০০৫ সালে। সেই থেকে তাঁদের একত্রযাত্রা শুরু। অনলারের সঙ্গে এত বছর সংসারের পর অবেশেষে বিচ্ছেদের পথে মেরি কম।

প্রসঙ্গত ২০২২ সালে মণিপুর বিধানসভা থেকে ভোটে দাঁড়ান মেরি কম। কিন্তু পরাজিত হন তিনি। ২০২২ সালের নির্বাচনে পরাজিত হয়েছে কার্যত ভেঙে পড়েন মেরি কম এবং অনলার দুজনেই। এরপরই মেরি কম ফরিদাবাদের বাড়িতে চলে যান ৪ সন্তানকে সঙ্গে নিয়ে। অন্যদিকে অনলার থাকতে শুরু করেন দিল্লিতে।

আরও পড়ুন: পদ্মবিভূষণের জন্য মেরি কম, পদ্মভূষণের জন্য পিভি সিন্ধু-র নাম প্রস্তাব

জানা যায়, নির্বাচনের প্রচারে যে ২, ৩ কোটি টাকা খরচ করেন মেরি কম, তা নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি। ফলে অনলারের সঙ্গে মেরি কমের বিবাদ শুরু হয়। সেই বিবাদই কি শেষ পর্যন্ত এই বক্সিং লেজেন্ডকে বিচ্ছেদের দোর গোড়ায় নিয়ে গেল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।