নতুন প্রতারণার ফাঁদ (ছবিঃX)

নয়াদিল্লিঃ সাইবার প্রতারণার (Cyber Crime) ঘটনা নতুন নয়। যতদিন যাচ্ছে লাফিয়ে বাড়ছে এই ধরনের ঘটনা। প্রতারকদের জালে পা দিয়ে সর্বস্ব খোয়াচ্ছে সাধারণ মানুষ। কখনও ডিজিটাল অ্যারেস্ট (Digital Arrest), কখনও আবার ফোনের ওটিপির (OTP) মাধ্যমে সাফ করে দেওয়া হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account)। তবে এবার এসব নয়, অভিনব কায়দায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা টাকা লুটে নিল প্রতারকরা। সম্প্রতি মধ্যপ্রদেশের জব্বলুরের একটি ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে তদন্তকারীদের।

প্রতারকদের জালে পা দিয়ে ২ লক্ষ টাকা খোয়ালেন যুবক

জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি ডাউনলোড করতেই গায়েব হয়ে গিয়েছে ব্যবহারকারীর টাকা। ওই যুবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাতানো হয় প্রায় ২ লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, হোয়াটসঅ্যাপে একটি ছবি পাঠিয়ে বলা হবে, 'আপনি কি এনাকে চেনেন?' আর সেই ফটো ডাউনলোড করলেই আপনার ফোন চলে যাবে হ্যাকারদের হাতের মুঠোয়। কারণ ওই ছবির পিছনে লুকানো থাকে কেপিকে ফাইল। যার মাধ্যমে ব্যবহারকারীর ফোন সহজেই হ্যাক করতে পারে প্রতারকরা। শুধু তাই নয়, অনেকসময় হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি ডাউনলোড না করলে ফোন করে পাঠানো ছবি ডাউনলোড করার কথা বলছেন প্রতারকরা। এই ছবির মধ্যেই লুকানো থাকে লিঙ্ক। ছবি ডাউনলোড করলেই সক্রিয় হয় ওই লিঙ্কটি। এই কৌশলটি স্টেগানোগ্রাফি নামে পরিচিত।

স্টেগানোগ্রাফি কী?

ক্যাসপারস্কির মতে, স্টেগানোগ্রাফি হল অন্য কোনও বার্তা বা বস্তুর মধ্যে তথ্য লুকিয়ে রাখার পদ্ধতি। যাকে সনাক্ত করা কঠিন। এটি বিভিন্ন ধরণের ডিজিটাল তথ্য গোপন করতে ব্যবহার করা যেতে পারে, যার মধ্যে টেক্সট, ছবি, ভিডিও বা অডিও অন্তর্ভুক্ত রয়েছে। প্রতারকেরা এখন এই কৌশলটি ব্যবহার করে ছবির মধ্যে ক্ষতিকারক লিঙ্ক এম্বেড করে। এই লিঙ্কগুলিতে ক্লিক করলে ব্যবহারকারীর ফোন চলে যায় প্রতারকদের জিম্বায়। ফলে ওটিপি জেনে নেওয়া অনেক সহজ হয়।

সতর্কবার্তা দিচ্ছেন পুলিশ অফিসার, শুনুন