ব্যাঙ্ককে (Bangkok) বিমস্টেক সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে মহম্মদ ইউনুসের সাক্ষাৎ হয়। তবে তাতে যে দুই দেশের সম্পর্কের শীতলতা কাটেনি, তা স্পষ্ট। আর সেই কারণেই এবার বংলাদেশ (Bangladesh) কোনওভাবে নিজেদের পণ্য আমদানি, রফতানির জন্য ভারতের বন্দর বা স্থলপথ ব্যবহার করতে পরবে না। বুধবার বিদেশমন্ত্রকের (MEA) তরফে এই খবর প্রকাশ করা হয়। অর্থাৎ তৃতীয় দেশে কোনও পণ্য আমদানি বা রফতানি জন্য ইউনুস সরকার ভারতের (India) বন্দর ব্যবহার করতে আর পারবে না। প্রসঙ্গত ভারতের উত্তর-পূর্বের অঞ্চল নিয়ে মন্তব্যের পাশাপাশি 'চিকেন নেক' হিসেবে নামাঙ্কিত অঞ্চলে চিনকে আমন্ত্রণ জানান মহম্মদ ইউনুস। যা নিয়ে জোরদার বিতর্ক শুরু হয় দুই দেশের মাঝে। তার মাঝেও বিমস্টেক সম্মেলনে মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন ইউনুস। বাংলাদেশে যাতে সুস্থিতি ফিরে আসে, তার জন্য ভারত সব সময় পড়সি দেশের পাশে রয়েছে বলে জানানো হয়। তবে এনার ভারতের বন্দর বাংলাদেশ কোনওভাবেই আমদানি, রফতানির ক্ষেত্র হিসেবে তৃতীয় দেশের জন্য ব্যবহার করতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়।
বাংলাদেশের প্রতি আরও কড়া মনোভাব দেখাল দিল্লি...
India rescind transhipment of exports from Bangladesh to third countries after Yunus’s remarks on India’s Northeast and his invitation to China near the Chicken’s Neck. pic.twitter.com/OrB07DbAr4
— Anish Singh (@anishsingh21) April 9, 2025
ইউনুসের 'চিকেন নেক' মন্তব্যের দুরন্ত 'বদলা', বাংলাদেশের কোনও পণ্য ভারতীয় বন্দর বা স্থলপথের মাধ্যমে আমদানি, রফতানি করতে পারবে না বাংলাদেশ
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)