ইথিওপিয়ায় ফাটছে আগ্নেয়গিরি। দীর্ঘ ১২ বছর পর ইথিওপিয়ায় চরম উগ্রতা নিয়ে ফাটতে শুরু করেছে আগ্নেয়গিরি। যা নিয়ে আতঙ্ক ছড়াতে শুরু করেছে। ইথিওপিয়ায় আগ্নেয়গিরি ফাটতে শুরু করলে, মানুষ চরম আতঙ্কে সেখান থেকে প্রাণ নিয়ে পালাতে শুরু করেন। ইথিওপিয়ায় আগ্নেয়গিরি ফাটতে শুরু করলে, সেখান থেকে মানুষ যেমন পালাতে শুরু করেন, তেমনি ছাঁই উড়ে আসতে শুরু করেছে ভারতের দিকে।
ইথিওপিয়ায় যে আগ্নেয়গিরি ফাটছে, তার সেই ছাঁই দিল্লি, রাজস্থান-সহ গোটা উত্তরপশ্চিম ভারতের দিকে ধেয়ে আসতে শুরু করেছে বলে খবর। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে দিল্লি। পাশাপাশি আকাশ এয়ার, ইন্ডিগোর মত বেশ কিছু বিমান সংস্থা উড়ান বাতিল করেছে। এসবের পাশাপাশি ডিজিসিএ-র তরফে নোটিশও জারি করা হয়েছে এ বিষয়ে।
দেখুন ইথিওপিয়ায় কীভাবে হু হু করে ফাটছে আগ্নেয়গিরি...
Ethiopia: The Hayli Gobi volcano erupted today for the first time in ten thousand years and sent ash up to a height of 15 km. pic.twitter.com/aiPVhhO4rr
— Dr. Fundji Benedict (@Fundji3) November 24, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)