দুনিয়া জুড়ে তথ্য প্রযুক্তি কর্মীদের মাথায় হাত। ২০২৩ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি-মাত্র দুটো মাস হয়েছে, তার মধ্যেই চলতি বছর তথ্য প্রযুক্তির সঙ্গে জড়িত বিশ্বজুড়ে ৪১৭টি কোম্পানিতে ১ লক্ষ ২০ হাজারের বেশী কর্মীর চাকরি বা কাজ চলে গিয়েছে।
যেখানে গত বছর, ২০২২ সালে ৩ লক্ষের কাছাকাছি টেক কর্মী কর্মহীন হয়ে পড়েছিলেন। মোটা টাকা রোজগার করা টেক কর্মীরা এখন কর্মহীন হয়ে হন্যে হয়ে কাজ খুঁজছেন। আরও পড়ুন-১৮ হাজার কর্মী ছাঁটাই করা হবে, জানালেন অ্যামাজনের সিইও
দেখুন টুইট
The year 2023 is set to become the worst year for tech employees as in just two months, 417 companies have laid off more than 1.2 lakh workers globally.
In total, nearly 3 lakh tech employees have now lost jobs in 2022 and till February this year.#Techlayoffs pic.twitter.com/ELDqju907N
— IANS (@ians_india) February 27, 2023
তথ্য প্রযুক্তি জগতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) থেকে শুরু করে কাজের ধরন পাল্টানোয় গুগলের আলফাবেট থেকে মাইক্রোসফট, মেটা, অ্যামাজন সহ বহু টেক জায়েন্ট কোম্পানি কর্মী ছাঁটাই করছে। বিশ্বজুড়ে চলা আর্থিক মন্দার ঝড়ও আছড়ে পড়ায় ক্ষতির বহর কমাতে কর্মী ছাঁটাই করছে কোম্পানিগুলি।