
শুক্রবার দিনভর উত্তপ্ত ঝাড়খণ্ডের বোকারো (Bokaro)। স্টিল প্ল্যান্টে কর্মসংস্থানের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন একাধিক যুবক-যুবতীরা। যার ফলে ব্যস্তদিনে রাস্তায় দেখা যায় তীব্র যানজট। এদিকে এই বিক্ষোভাকারীদের ছত্রভঙ্গ করতে ঘটনাস্থলে আসে বিরাট পুলিশবাহিনী। রাস্তায় নামে নিরাপত্তা বাহিনীও। আর তারপরেই অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে বোকারোয়। পুলিশ ও বিক্ষোভকারীদের হাতাহাতি পরিস্থিতিতে চলে যায়।
মৃত্যু এক প্রতিবাদীর
আর তাতেই গুরুতর আহত হয়ে পড়েন এক প্রতিবাদী। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়। এদিকে এই ঘটনায় বাহিনীর চারজন জওয়ান আহত হয়েছে বলে খবর। তাঁরাও ভর্তি রয়েছেন হাসপাতালে। ঘটনার পর থেকে শুক্রবার সন্ধের দিকে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রতিবাদীরা।
দেখুন ভিডিয়ো
#WATCH | Bokaro, Jharkhand: One protestor died and several security personnel were injured after a clash broke out between security forces and protesters pic.twitter.com/058FyOJegN
— ANI (@ANI) April 3, 2025
পুলিশ প্রশাসনের বক্তব্য
এদিকে এই ঘটনা নিয়ে স্থানীয় পুলিশকর্তার বক্তব্য, "এই প্রতিবাদ মিছিল আগে থেকে না জানিয়েই হয়েছিল। আগে থেকে প্রশাসনের কাছে কোনও তথ্য দেওয়া হয়নি। যে কারণে রাস্তায় তীব্র যানজট দেখা দেয়। প্রতিবাদীদের সরাতে ঘটনাস্থলে যায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। ব্যারিকেট দিয়ে তাঁদের আটকানো হয়। তারপর তাঁরা জোর করে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। ইটবৃষ্টি হয়, আর তাতেই আহত হয়েছে চার জওয়ান। এই প্রতিবাদের মধ্যে এক যুব আচমকাই অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীালে তাঁর মৃত্যুও হয়"।