Ashoke Pandit & Manoj Kumar (Photo Credit: X)

নয়াদিল্লি: জনপ্রিয় অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক মনোজ কুমার (Manoj Kumar) ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মনোজ কুমার তাঁর দেশাত্মবোধক চলচ্চিত্রের জন্য 'ভারত কুমার' নামে বিশেষ স্বীকৃতি পেয়েছিলেন। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ীও (Dadasaheb Phalke Award Winner)।

মনোজ কুমার ১৯৫৭ সালে ফ্যাশন ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তাঁর ক্যারিয়ারের মোড় পরিবর্তন হয় ১৯৬৫ সালে, শহীদ ছবির মাধ্যমে। মনোজ কুমারের আসল নাম হরিকৃষ্ণ গিরি গোস্বামী। ১৯৩৭ সালের ২৪ জুলাই মাসে জন্মগ্রহণকারী মনোজ কুমার তাঁর আদর্শ দিলীপ কুমারের সম্মানে পর্দার নাম রেখেছিলেন মনোজ কুমার। আরও পড়ুন : Manoj Kumar Passes Away: প্রয়াত হলেন অভিনেতা ও পরিচালক মনোজ কুমার, শোকের ছায়া চলচ্চিত্র জগতে

ভারতীয় সিনেমা যখন পরিবর্তন পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছিল সে সময় মনোজ কুমাররের সিনেমার যাত্রা শুরু হয় । মনোজ কুমার শুধুমাত্র তাঁর অভিনয় দক্ষতার মাধ্যমেই নয়, দেশপ্রেম ও সামাজিক চেতনাকে চলচিত্রে জীবন্ত করে তোলার ক্ষমতার মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছিলেন।

মনোজ কুমারের মৃত্যুতে চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত (Filmmaker Ashoke Pandit) শোক প্রকাশ করে বলেন, ‘আপনাদের জানাতে দুঃখ হচ্ছে যে কিংবদন্তি দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী, আমাদের অনুপ্রেরণা এবং ভারতীয় চলচ্চিত্র জগতের স্তম্ভ, শ্রী মনোজ কুমার জি আর নেই। তিনি আন্ধেরির কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যু ইন্ডাস্ট্রির জন্য বড় ক্ষতি। মনোজ জি, আমরা সত্যিই আপনাকে মিস করব।’

মনোজ কুমারের মৃত্যুতে চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিতের শোক প্রকাশ