ঘুরতে বেড়াতে গিয়েও নিস্তার নেই। সেখানেও একে অপরের সঙ্গে ঝগড়া, অশান্তি করে যাচ্ছেন এক দম্পতি (Couple)। এবার এমনই একটি ভিডিয়ো সামনে এল সমুদ্র সৈকত (Digha Beach) থেকে। বাঙালির প্রিয় সৈকত দিঘায় এক দম্পতিকে দেখা যায় অ হরহ লড়াই করতে। একে অপরের সঙ্গে ঝগড়া, অশান্তি তাঁদের শুধু হয়ে যায় দিঘার সৈকতে। দুজনে যখন সমুদ্রের সামনে দাঁড়িয়ে কথা শুরু করেন, তখন থেকেই সম্পর্কের উত্তাপ যেন হু হু করে বাড়তে শুরু করে। ওই ব্যক্তি নিজের স্ত্রীকে বার বার বোঝানোর চেষ্টা করলেও ওই মহিলাকে চুপ থাকতে দেখা যায়নি। তিনি একাধিকবার স্বামীর হাত ছাড়িয়ে সেখান থেকে অন্যত্র সরে যাওয়ার চেষ্টা করেন। স্ত্রীকে ভালবেসে বোঝানোর চেষ্টা করছিলেন ওই ব্যক্তি, তা সত্ত্বেও অর্ধাঙ্গিনীর এমন অভিমান দেখে তিনি বেজায় ফাঁপরে পড়ে যান। এমনকী দিঘার সৈকতে দাঁড়িয়ে স্বামীর হাত ছাড়িয়ে নিয়ে ওই মহিলাকে কার্যত ক্ষেপে উঠতে দেখা যায়। দিঘার সমুদ্র সৈকতে ওই মাঝ বয়সী দম্পতির এমন মান, অভিমানের দৃশ্য দেখে অনেকে যেমন অবাক হয়ে যান, তেমনি কেউ কেউ হাসাহাসি শুরু করে। তবে সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো (Viral Video) প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
দেখুন দিঘার সৈকতে মাঝ বয়সী দম্পতির মান অভিমানের পালা...
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)