Jamshedpur FC vs Mohun Bagan Super Giant (Photo Credit: MBSG/ X)

Jamshedpur FC vs Mohun Bagan Super Giant, ISL Semifinal 2024-25: আজ, আইএস ২০২৪-২৫ (ISL 2024-25) মরসুমের দ্বিতীয় সেমিফাইনাল। এই ম্যাচ জামশেদপুর এফসির ঘরের মাঠ জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে (JRD Tata Sports Complex, Jamshedpur) আয়োজিত হবে। মোহনবাগান সুপার জায়ান্ট এই মরসুমে ২৪ ম্যাচে ১৭টি জয় নিয়ে টেবিলের শীর্ষে শেষ করেছে। জয়ের জন্য ফেভারিট হিসেবেই মাঠে নামবে তারা। অন্যদিকে, নকআউট ম্যাচে ১০ জনে নেমে গেলেও নর্থইস্ট ইউনাইটেড এফসির (NorthEast United FC) বিরুদ্ধে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে জামশেদপুর এফসি। দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন স্টিফেন ইজে (Stephen Eze) ও জাভি হার্নান্দেজ (Javi Hernandez)। আইএসএলে আটটি ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হয়েছে জামশেদপুর এফসি। জামশেদপুর এফসি তিনটি ম্যাচ জিতেছে, অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট চারটি জয় নিয়ে এগিয়ে রয়েছে। বাকি ম্যাচটি ড্রয়ে শেষ হয়। Mohun Bagan SG vs Jamshedpur FC, Head-to-Head Record: আইএসএল সেমিফাইনালের আগে একনজরে জামশেদপুর এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টের হেড-টু-হেড রেকর্ড

জামশেদপুর এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএল সেমিফাইনাল ২০২৪-২৫

জামশেদপুর এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএল সেমিফাইনাল ২০২৪-২৫ সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে জামশেদপুর এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএল সেমিফাইনাল ২০২৪-২৫ ম্যাচ?

৩ এপ্রিল জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে (JRD Tata Sports Complex, Jamshedpur) আয়োজিত হবে জামশেদপুর এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএল সেমিফাইনাল ২০২৪-২৫-এর ম্যাচ।

কখন থেকে শুরু হবে জামশেদপুর এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএল সেমিফাইনাল ২০২৪-২৫ ম্যাচ?

জামশেদপুর এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএল সেমিফাইনাল ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন জামশেদপুর এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএল সেমিফাইনাল ২০২৪-২৫ ম্যাচ

সরাসরি টিভিতে জামশেদপুর এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএল সেমিফাইনাল ২০২৪-২৫ ম্যাচ ভারতে দেখবেন স্টার স্পোর্টস ৩ (Star Sports 3) চ্যানেলে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন জামশেদপুর এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএল সেমিফাইনাল ২০২৪-২৫ ম্যাচ

জামশেদপুর এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, আইএসএল সেমিফাইনাল ২০২৪-২৫ সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওহটস্টার (JioHotstar) অ্যাপে