Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, IPL 2025: গতরাতে (৩ এপ্রিল) ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ২৯ বলে ৬০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) ৮০ রানের বড় জয় এনে দিয়েছেন। অধিনায়ক অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) সঙ্গে ৮১ রানের জুটিতে অংক্রিশ রঘুবংশীর (Angkrish Raghuvanshi) হাফ সেঞ্চুরি জয়ের ভিত গড়ে দেয়। এরপর আইয়ার ও রিঙ্কু সিং (Rinku Singh) ৯১ রানের পার্টনারশিপ করে কেকেআরকে (KKR) ৬ উইকেটে ২০০-এর স্কোরে পৌঁছে দেন। এটি এই মরসুমে কেকেআরের সর্বোচ্চ স্কোর। এরপর সিমার বৈভব অরোরা (Vaibhav Arora) পরপর ওভারে বিপজ্জনক ট্রাভিস হেডকে (Travis Head) ৪ রানে এবং ইশান কিষাণকে (Ishan Kishan) ২ রানে আউট করলে অরেঞ্জ আর্মির মেরুদণ্ড ভেঙে যায়। এই ম্যাচে বৈভবের বোলিং পরিসংখ্যান ছিল ৪-১-২৯-৩। Kane Williamson, IPL 2025: দেখুন, আইপিএল ছেড়ে মুম্বইয়ের তরুণ ক্রিকেটারদের ট্রেনিং দিচ্ছেন কেন উইলিয়ামসন
কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ, আইপিএল ২০২৫ স্কোরকার্ড
First win at home 💜 pic.twitter.com/jyW4zmWchx
— KolkataKnightRiders (@KKRiders) April 3, 2025
হর্ষিত রানা (Harshit Rana) অভিষেক শর্মাকে (Abhishek Sharma) আউট করলে এসআরএইচ (SRH) ২.১ ওভারে ৯/৩ হয়ে যায়। আন্দ্রে রাসেল (Andre Russell) এবং সুনীল নারিন (Sunil Narine) একটি করে উইকেট নেন এবং ১০ ওভারে তাদের স্কোর ৬৬/৫ হয়ে যায়। এরপরে বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) তার ৪-০-২২-৩ স্পেলে লোয়ার অর্ডারকে শেষ করে দিলে এসআরএইচ মাত্র ১২০ রানে অলআউট হয়ে যায়। তাদের বিস্ফোরক ব্যাটিং লাইনআপ মাত্র ১৬.৪ ওভার স্থায়ী হয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এইভাবে তাদের প্রথম তিনটি ম্যাচের দুটিতে হেরে জয়ের পথে ফিরে এখন ভীষণ আত্মবিশ্বাসী। পয়েন্ট টেবিলের একদম তলানি থেকে এক লাফে পঞ্চম স্থানে উঠে এসেছে তারা। পরের মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) মুখোমুখি হবে কেকেআর।