অন্ধ্রপ্রদেশের পার্বতীপুরম মান্যম (Parvathipuram Manyam) এলাকা থেকে বাজেয়াপ্ত করা হল বিপুল পরিমানে মাদক। জানা যাচ্ছে, প্রায় ৩৯৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে আল্লুরু গ্রাম থেকে। যার বাজারমূল্য ৩৯ লক্ষ টাকা। এই ঘটনায় ইতিমধ্যেই এক পাচারকারী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এদিন গোপনসূত্রে খবর পেয়ে সকাল ১০টায় ওই গ্রামে হানা দেয় বিরাট পুলিশ বাহিনী। পুলিশ দেখেই অভিযুক্ত গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। তখনই তাঁকে আটক করা হয়।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

জানা যাচ্ছে, ঘটনাস্থল থেকে প্রায় ৪৩টি গাঁজার প্যাকেট উদ্ধার হয়েছে। যদিও এই চক্রে আরও অনেকে জড়িত রয়েছে বলে মনে করছে পুলিশ। সেই কারণে এখনও ওই এলাকায় জারি রয়েছে তল্লাশি অভিযান। সেই সঙ্গে এই মাদকগুলি কোথায় পাচার হচ্ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। এই অভিযানে আটক করা হয়েছে পাচারের জন্য ব্যবহার করা গাড়িও। গোটা ঘটনার তদন্ত এখনও জারি রেখেছে পুলিশ।

বিভিন্ন দেশেই সক্রিয় মাদক পাচারকারী

প্রসঙ্গত, বিগত কয়েকমাসে অন্ধ্রপ্রদেশ তো বটেই, এছাড়া মহারাষ্ট্র, দিল্লি, অসম, ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণে মাদক। প্রশাসনের অনুমান, আন্তঃরাজ্য বড় মাদকপাচারকারী সক্রিয় রয়েছে গোটা দেশে।