Indian Rescue Team in Myanmar (Photo Credit: X)

নয়াদিল্লি: গত শুক্রবার মায়ানমারে (Myanmar) ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) বৃহস্পতিবার মৃতের সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে। দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে, মায়ানমার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের মুখোমুখি হয়েছে। ইউএসএ জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুসারে, বিগত ১০০ বছরের মধ্যে এটাই মায়ানমারের সর্বাধিক ভয়াবহ ভূমিকম্প। এদিনের ভূমিকম্পে ৪,৭১৫ জন আহত এবং ৩৪১ জন এখনও নিখোঁজ রয়েছেন, হাজার হাজার বিল্ডিং ও সেতু ধসে পড়েছে। ধ্বংসস্তূপে এখনও চাপা পড়ে আছে বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়। ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজে মায়ানমারের পাশে দাঁড়িয়েছে ভারত। ভূমিকম্পবিধ্বস্ত মান্দালয়ে ভারতীয় কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে ত্রাণ ও উদ্ধারকাজ পরিচালনা করছেন। ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধারের জন্য মৃত্যুর দুর্গন্ধ উপেক্ষা করে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা। আরও পড়ুন: High Alert In Mumbai: মুম্বইতে হতে পারে জঙ্গি হামলা? জনবহুল জায়গার সঙ্গে নজরে ভিভিআইপিরা, সম্ভাব্য নাশকতা রোধে কড়া সতর্কতা শহর জুড়ে

মায়ানমারের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভূমিকম্পে মৃতের সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি কারণ যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে বেশিরভাগ জায়গায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে এবং ধারণা করা হচ্ছে যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

 ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারে সাহায্যের হাত বাড়াল ভারত

২০২১ সাল থেকে গৃহযুদ্ধে বিধ্বস্ত মায়ানমার। বর্তমানে সেখানকার শাসনক্ষমতা জুন্টার দখলে। ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৩,০৮৫ জনের মৃত্যুর পর বুধবার মায়ানমারের সেনাবাহিনী অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে।