কলকাতাঃ ঢাকে কাঠি। হাতে আর তিনদিন মাত্র। আগামী ৩০ এপ্রিল উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্র (Digha Jagannath Temple)। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে প্রাক মাঙ্গলিক অনুষ্ঠান। নতুন স্নান ঘাট থেকে চৈতন্যদ্বার ঢেলে সাজানো হচ্ছে সবটা। দিঘার বিভিন্ন জায়গাত প্রতীকী জগন্নাথ মন্দির বসানো হচ্ছে। এই মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে দিঘায় ব্যপক ভক্ত সমাগমের সম্ভাবনা রয়েছে। আর সে ক্ষেত্রে ভক্তদের কথা মাথায় রেখেই বাড়ানো হল দিঘাগামী ট্রেনের সংখ্যা।
দিঘার জগন্নাথ মন্দিরে যাবেন? রয়েছে বিশেষ ট্রেন
জানা গিয়েছে ১৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত রোজ দুই জোড়া করে বাড়তি ট্রেন চালানো হবে। হাওড়া থেকে দিঘাগামী ট্রেন ছাড়বে দুপুর ১.১০। দীঘা পৌঁছবে বিকেল ৫.৩৫। আবার ফের ফেরার ট্রেন দিঘা থেকে ছাড়বে বিকেল ৫.৪৪। হাওয়া পৌঁছবে রাত ১০.৩৫। এছাড়া পাঁশকুড়া থেকে দিঘার ট্রেন ছাড়বে ভোর ৪.৪৫। দিঘা পৌঁছবে সকাল ৭.২৫। ফের পাঁশকুড়া ফেরার জন্য দিঘা থেকে ওই ট্রেনটি ছাড়বে সকাল ৭.৩৫। পাঁশকুড়া পৌঁছবে সকাল ১০.২০। প্রসঙ্গত, মন্দির উদ্বোধনের আগেই দিঘায় এসে গিয়েছেন পুরীর মন্দিরের সেবায়েত রাজেশ দ্বৈতাপতি। নিজে দাঁড়িয়ে থেকে সবটা পরিচালনা করছেন তিনি। অক্ষয় তৃতীয়ার আগের দিন থেকেই শুরু হয়ে যাবে উদ্বোধনী অনুষ্ঠান।
খুলছে দিঘার জগন্নাথ মন্দির, উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন?
দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য বাড়তি ট্রেন
#Railways #Digha #Bengal #NewszNow pic.twitter.com/KyuqFfvCVD
— Newsz Now (@NowNewsz) April 27, 2025