Mumbai View (Photo Credit: X)

মুম্বই, ৩ এপ্রিল: জোর সতর্কতা জারি করা হল মুম্বই পুলিশের (Mumbai Police) তরফে। জঙ্গি হামলা, অপরাধীদের হুমকি নিয়ে এবার ফের চরম সতর্কতা জারি করা হল মুম্বই পুলিশের তরফে। বিশেষ করে ভিভিআইপিদের ক্ষেত্রে। বাণিজ্য নগরী মুম্বইতে বসবাস বলিউড (Bollywood Stars) তারকা থেকে শুরু করে ক্রিকেট তারকা, শিল্পপতিদের। ফলে ভিভিআইপিরা যাতে সতর্ক থাকেন, সে বিষয়ে মুম্বই পুলিশ সতর্কতা জারি করেছে। সেই সঙ্গে বিভিন্ন জনবহুল জায়গার উপরও পুলিশ নজর রাখতে শুরু করেছে। কোনও ধরনের নাশকতার ঘটনা যাতে না হয়, সেই কারণে জনবহু জায়গাগুলিকে নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলা হয়েছে। পুলিশের অনুমতি ব্যাতীত মুম্বইয়ের কোথাও কেউ ড্রোন ওড়াতে পারবে না। যে কোনও ধরনের হামলা রুখতে মুম্বই পুলিশের তরফে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: Mumbai Terror Attack Convict Tahawwur Rana: ট্রাম্প জমানায় মজবুদ সম্পর্ক; মুম্বই হামলায় যুক্ত পাকিস্তানি তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেবে আমেরিকা, নির্দেশ মার্কিন আদালতের

মুম্বইতে জারি কড়া সতর্কতা...

 

সম্প্রতি মুম্বই হামলায় অন্যতম প্রধান অভিযুক্ত তাহাউর রানাকে ভারতের হাতে প্রত্যার্পণ করা হবে বলে আমেরিকার তরফে জানানো হয়েছে। কানাডার নাগরিক পাকিস্তানি বংশোদ্ভুদ তাহাউর রানাকে যাতে ভারতে আসতে না হয়, তার জন্য একাধিকবার মার্কিন আদালতের দ্বারস্থ হয় ওই জঙ্গি। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর তাহাউর রানাকে ভারতের হাতে প্রত্যার্পণ করা হবে বলে যেমন জানানো হয়, তেমনি সে দেশের আদালতের তরফেও এই নির্দেশে সবুজ সঙ্কেত জারি করা হয়।

প্রসঙ্গত ২০০৮সালে মুম্বই হামলায় (Mumbai Attack)  নাম জড়ায় পাকিস্তানি বংশোদ্ভুদ তাহাউর রানার। তাহাউর মুম্বই হামলার পরিকল্পনা করে হাফিজ সইদের সঙ্গে একসঙ্গে। যা প্রকাশ্যে আসার পরই ওই জঙ্গিকে ভারতের হাতে তুলে দেওয়া হোক বলে আমেরিকার কাছে দাবি জানায় দিল্লি (Delhi)। এত বছর পর এবার তাহাউরকে দিল্লির হাতে তুলে দিতে উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন।