Kesari Chapter 2 (Photo Credit: Instagram)

মুম্বই, ৩ এপ্রিল: মুক্তি পেল কেশরী চ্যাপ্টার টু-এর ট্রেলর (Kesari Chapter 2 Trailer)। যেখানে একেবারে যেন গর্জন করতে দেখা যাচ্ছে অক্ষয় কুমারকে (Akshay Kumar)। আক্কির পাশাপাশি কেশরী চ্যাপ্টার টু-তে নজর কাড়ছেন অনন্যা পান্ডে। আর রয়েছেন দুর্ধর্ষ অভিনেতা আর মাধবন। কেশরী চ্যাপ্টার টু-এর ট্রেলর মুক্তি পেতেই তা সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়ে যায়। অক্ষয় কুমার যে আবার পুরোদমে দর্শকের মন কাড়তে হাজির হয়েছেন, তা কার্যত এই ট্রেলর থেকে স্পষ্ট।

অন্যদিকে এই সিনেমায় দর্শকের চোখ পর্দায় আটকে রাখছেন অনন্যা পান্ডে। যে অনন্যাকে (Ananya Panday) একেবারে অন্যরূপে দেখা যাচ্ছে কেশরী চ্যাপ্টার টু-এর ট্রেলরে। আইনজীবী দিলরিত গিল-এর ভূমিকায় অভিনয় করছেন অনন্যা। কেশরী চ্যাপ্টার টু তে যে কোর্টরুম ড্রামা দেখানো হচ্ছে, সেখানে কার্যত বাঘের মত হুঙ্কারে অভিনয় করতে দেখা যাচ্ছে আর মাধবনকে। 'শয়তান'-এর পর ফের পর্দায় ভিলেন রূপে দেখা মিলছে আর মাধবনের (R. Madhavan)।

আরও পড়ুন: Ananya Panday In Kesari Chapter 2: ভয় ধরাচ্ছেন অনন্যা পান্ডে, আইনজীবীর পোশাক পরে বললেন, 'জালিয়ানওয়ালাবাগের সত্যিটা সামনে আসুক'

দেখুন কেশরী চ্যাপ্টার টু এর ট্রেলর...

 

 

View this post on Instagram

 

প্রসঙ্গত ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে কেশরী চ্যাপ্টার টু। ২০১৯ সালে মুক্তি পায় কেশরী। যেখানে দাপিয়ে অভিনয় করতে দেখা যায় অক্ষয় কুমারকে। ব্লকবাস্টার কেশরীর পর এবার কেশরী চ্যাপ্টার টু মুক্তি পেতে চলেছে। তবে মুক্তির আগেই এই সিনেমার ট্রেলর দর্শকদের মন কেড়ে নিয়েছে এক নজরেই।

কেশরী চ্যাপ্টার টু-এর ট্রেলর মুক্তি পেতেই অক্ষয় কুমারকে 'কনটেন্ট কুমার' নামে অভিহিত করছেন দর্শকরা। এমনকী 'কনটেন্ট কুমার ইজ় ব্যাক' বলেও অনেকে মন্তব্য করেন। সেই সঙ্গে কেশরী চ্যাপ্টার টু-এর ট্রেলর দেখে যেভাবে দর্শক উচ্ছ্বসিত, সিনেমা মুক্তির পর সেই অনুরাগ এবং ভালবাসা মানুষের হু হু করে বাড়বে ছাড়া কমবে না বলেও মন্তব্য করেন অনেকে।