কলকাতা, ১৬ নভেম্বর: গুটিগুটি পায়ে শীত (Winter) প্রবেশ করছে শহরে। ভোরে ও রাতে কুয়াশায় ঢাকছে শহর থেকে শহরতলি। তবে বেলা বাড়তেই তাপমাত্রা বাড়ছে। বাতাসে আদ্রতাজনিত (Humidity) কারণে অস্বস্তি বাড়বে। তাপমাত্রা সামান্য বাড়লেও কলকাতায় এখন শীতের (Cold) আমেজ। আগামী কয়েকদিন তাপমাত্রার কোনও হেরফের হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) ৷ রবি ও সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির (Rain) পূর্বাভাসও রয়েছে ৷ দার্জিলিং,কালিম্পঙে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷
আজ শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। রোদ ঝলমলে আকাশ থাকবে সারাদিন। আকাশে হালকা মেঘ থাকবে। বাতাসে শীত শীতভাব উপভোগ করছে শহরবাসী। জাঁকিয়ে শীত পড়তে আর দিন কয়েকের অপেক্ষা। জানা গেছে, নভেম্বরের শেষেই ঠান্ডা বেশি বাড়বে। আপাতত কিচুদিন আবহাওয়া একইরকম থাকবে। আরও পড়ুন, জাঁকিয়ে শীতের অপেক্ষায়? ঘূর্ণিঝড় 'নাকরি' ভয় বাড়াচ্ছে আম জনতার
অন্যদিকে, পাল্লা দিয়ে বাড়ছে দূষণ (Pollution)। কলকাতা ও আশেপাশের সংলগ্ন এলাকায় দূষণের চাদরে ঢেকেছে। দিল্লির মত এত মারাত্বক না হলেও কলকাতা ও পাশ্ববর্তী এলাকাতে দূষণ চিন্তার কারণ হচ্ছে। গত সপ্তাহে বৃষ্টির কারণে কিছুটা কমেছিল দূষণ। কিন্তু এর মধ্যে ক্রমশ দূষণের চাদরে ঢাকতে চলেছে মহানগর। কলকাতার চেয়ে দূষণের পরিমাণ সব চেয়ে বেশি হাওড়ার ঘুসুড়িতে (Howrah, Ghusuri)। সেখানে আজ সকাল আটটটায় AQI বা এয়ার কোয়ালিটি ইনডেক্স লেভেল ২৮৫। আর কলকাতার ভিক্টোরিয়ায় দূষণের মাত্রা বা AQI ১৬২। দূষণের কারণেও কুয়াশা বেশি দেখা যাচ্ছে।