West Bengal Weather Update: জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার জন্য পশ্চিমি ঝঞ্ঝা প্রয়োজন, শীতের পথে দেরীর কারণ জানালেন আবহাওয়াবিদরা
শীত (প্রতীকী ছবি: Pexels)

কলকাতা, ২৭ নভেম্বর: কনকনে ঠান্ডা পড়তে ডিসেম্বরের (December) মাঝামাঝি হয়ে যাতে পারে বলে গতকালই জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ফলে আরও দু’সপ্তাহ অপেক্ষা করতেই হবে শহরবাসীকে। এদিকে জেলার তাপমাত্রা ধীরে ধীরে নামছে। এবার শীতের পথে দেরীর কারণ জানিয়ে দিল আবহাওয়া দফতর। বুধবার হাওয়া অফিসের তরফে জানিয়ে দেওয়া হল জাঁকিয়ে ঠান্ডা পড়ার জন্য পশ্চিমি ঝঞ্ঝার প্রয়োজন।

আজ কলকাতায় (Kolkata) দিনের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত দুদিন তাপমাত্রার পারদ ১ ডিগ্রি বেশি থাকলেও আজ তা ১ ডিগ্রি কমে গিয়েছে। রাতের তাপমাত্রাও ফের ফিরে এসেছে ১৮ ঘরে। ভোরের কুয়াশা থেকে শীত শীত ভাব সব ঠিকঠাক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উধাও হয়ে যাচ্ছে শীতের আমেজ। শীত পোশাকের দরকার পড়ছে না। হাওয়া অফিস আরও জানাচ্ছে, দুটো ঝঞ্ঝার মধ্যে সময়ের ফারাক না থাকলে কাশ্মীরের দিকে তুষারপাত হলেও বাংলায় প্রভাব বোঝা যায় না। তাই উত্তুরে হাওয়ার পথ রুদ্ধ হওয়ায় তাপমাত্রা নামছে না। উত্তরপ্রদেশের উপর জারি থাকা একটি ঘূর্ণাবর্তও এর জন্য দায়ী। ঠান্ডার বদলে বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়াতেই আবহাওয়া গুমোট হয়ে গিয়েছে। আরও পড়ুন: West Bengal Weather Update: ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে পড়ছে না শীত, তবে কবে তিনি আসছেন! জানাল আবহাওয়া দফতর

২০১৮ সালের নভেম্বরেই (November) কলকাতার তাপমাত্রা নেমে দাঁড়িয়েছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু এ বছর নভেম্বরে তার ধারে কাছে নামেনি তাপমাত্রার পারদ।