নন্দীগ্রাম: পঞ্চায়েত নির্বাচনে হিংসার (West Bengal Panchayat elections violence) জন্য শনিবার দুপুরে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তাঁর ভাইপো (nephew) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপি বিধায়ক ও পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (West Bengal LoP & BJP MLA Suvendu Adhikari)।
তিনি বলেন, "এটা একটি নির্বাচন (election) নয়, এটা জঙ্গল রাজ (jungle raj)। ১৯৪২ সালে এই মাটিতে দাঁড়িয়ে স্বাধীনতা সংগ্রামীরা (freedom fighters) ভারতকে স্বাধীন (India free ) ঘোষণা করেছিল আর আজকে এই ভূমি অশান্ত (turmoil)। তার কারণ মমতা ব্যানার্জী ও তাঁর ভাইপো পশ্চিমবঙ্গ পুলিশের সাহায্যে রাজ্যের এই হাল করে রেখেছে। কেন্দ্রীয় সরকারকে (Central government) সিদ্ধান্ত (decision) নিতে হবে, এটা আমার ডিমান্ড (demand)। যদি রাষ্ট্রপতি শাসন (President's rule) জারি না করা হয় তাহলে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী থাকতে দিক। আমরা তাঁকে নির্বাচনে লড়াই করে সরিয়ে দেব। কিন্তু, নাগরিকদের সুরক্ষার (safety) জন্য ৩৫৫ ধারা (Article 355) অবশ্যই জারি করা উচিত।"
Nandigram, WB: "...This is not an election...It's a 'jungle raj...the freedom fighters in 1942 declared India free on this land and today this land is in turmoil because of Mamata Banerjee & his nephew with the connivance of West Bengal Police...Central government should take the… pic.twitter.com/iiZ2aPGWfm
— ANI (@ANI) July 8, 2023
রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে আক্রমণ করে আরও বলেন, "রাজীব সিনহাকে রাজ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত করে সবথেকে বড় ভুল (biggest mistake) করে ফেলেছেন রাজ্যপাল। এখন ৩টে বাজে, ১৫ জনের বেশি মানুষ মারা গেছেন। তাঁদের মেরেছে তৃণমূল গুণ্ডারা। কেন্দ্রের এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত এবং ৩৫৫ নয়তো ৩৫৬ জারি করা উচিত। আমরা সংবিধানের অধিকার অনুযায়ী ব্যবস্থা চাই।" আরও পড়ুন: West Bengal Panchayat Polls 2023: ভোটকেন্দ্রে বোমায় মৃত বৃদ্ধকে দেখতে হাসপাতালে অধীর, মুর্শিদাবাদের ভিডিয়ো
#CORRECTION | Nandigram,WB: "...The governor made the biggest mistake by appointing Rajiva Sinha (State Election Commissioner)...It is 3 pm & over 15 people have died, they were killed by TMC goons...Centre should intervene with either Article 355 or 356...we want action from…
— ANI (@ANI) July 8, 2023