কলকাতা, ২৩ নভেম্বর: বাংলার ভোটে বামেদের ভরাডুবি অব্যাহত থাকল। আরজি কর কাণ্ড নিয়ে রাজ্যজুড়ে তুমুল বিক্ষোভের কোনও সুফল পেল না বামেরা। আরজি কর আন্দোলনের প্রভাব অন্তত উপ নির্বাচনে প্রভাব পড়ল না। রাজ্যের ৬টি বিধানসভা আসনের উপনির্বাচনের সব কটাতেই জামানত জব্দ হল বামফ্রন্ট প্রার্থীদের। খারাপের মধ্যে সবচেয়ে খারাপ ফল হল কোচবিহারের সিতাই ও আলিপুরদুয়ারের মাদারিহাটে। উত্তরবঙ্গের দুই আসনেই বাম প্রার্থীরা চতুর্থ হলেন। এই প্রথম লিবারেশনকে আসন ছাড়লেও সিপিএমের সব ভোট পড়ল না তাদের ঘরে। একমাত্র লড়া তালডাংরায় লড়া সিপিএম ২০ হাজারেরও কম ভোট পেল। অতি মন্দের ভাল হাড়োয়ায়। সেখানে দ্বিতীয় হলেও জামানত বাঁচল না বাম সমর্থত ISF প্রার্থীর। সিতাই ও মাদারিহাটে বাম প্রার্থীরা নোটার কাছাকাছি ভোট পেলেন। নৈহাটিতে লিবারেশন প্রার্থী মাত্র ৬ শতাংশ ভোট পেলেন।
৬টি আসন মিলিয়ে বাম প্রার্থীরা পেলেন মোট ৭১ হাজার ৩৩০টি ভোট। যেখানে শুধু হাড়োয়ায় তৃণমূল প্রার্থীর জয়ের ব্যবধান ১ লক্ষ ৩১ হাজার। ISF-কে বাদ দিলে বামেদের ভোট গড়ে ৪ শতাংশে নেমে গিয়েছে। আরও পড়ুন-বাংলায় ফের বড় ধাক্কা খেল বিজেপি, উপভোটে সব আসনেই ধরাশায়ী, মজবুত গড় মাদারিহাটও হাতছাড়া, হাড়োয়ায় জামানত জব্দ
২০২১ বিধানসভা ভোটে বামেরা কোনও আসনে জিততে পারেনি। এরপর ২০২৪ লোকসভাতেও বাংলার সব কটি আসনেও ভরাডুবি হয় লাল শিবিরের। লোকসভা ভোটের পর হওয়া চার বিধানসভা আসনের উপনির্বাচনেও ভরাডুবি হয়েছিল বামেদের। সব মিলিয়ে ২০২৬ বিধানসভার আগে সঙ্কট আরও বাড়ল বাম শিবিরের।
রাজ্যের ৬ আসনে বামফ্রন্ট প্রার্থীরা কত ভোট পেলেন
হাড়োয়া: ২৫ হাজার ৬৮৪ ভোট (ISF প্রার্থী, দ্বিতীয়) (১২.৫৩%)
তালডাংরা: ১৯ হাজার ৪৩০ ভোট (সিপিআইএম, তৃতীয়) (১০.২৩%)
মেদিনীপুর: ১১ হাজার ৮৯২ ভোট (সিপিআই, তৃতীয়) (৫.৫২%)
নৈহাটি: ৭ হাজার ৫৯৩ ভোট (লিবারেশন, তৃতীয়) (৬.০৭%)
মাদারিহাট: ৩ হাজার ৪১২ ভোট (আরএসপি, চতুর্থ) (২.৩৩%)
সিতাই: ৩ হাজার ৩১৯ ভোট (ফরওয়ার্ড ব্লক, চতুর্থ) (১.৫২%)
৬ কেন্দ্র মিলিয়ে মোট বাম ভোট ৭১ হাজার ৩৩০টি