WB Weather Update 220824 Photo Credit: X@abpanandatv

নিম্নচাপ আছে তাঁর সঙ্গে বিস্তৃত আছে মৌসুমী অক্ষরেখাও। সেই জোড়া ফলায় আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হবে। জেলায়-জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে । দক্ষিণবঙ্গের তুলনায় আজ ( ২২ অগস্ট, বৃহস্পতিবার) উত্তরবঙ্গে বৃষ্টি বেশি হব তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা। এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর ৷দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার।

বাংলাদেশের নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় এই জোড়া ফলাতেই বৃষ্টি চলছে বাংলায়। আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।এছাড়া উত্তর বাংলাদেশ সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে মালদহ ও দিনাজপুরে।

কলকাতায় আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে বিক্ষিপ্ত ভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। তবে সপ্তাহের শেষে বৃষ্টি বাড়তে পারে। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে অনুমান আবহাওয়া দফতরের।