কলকাতাঃ বঙ্গোপসাগরে (Bay of Bengal) ঘনীভূত গভীর নিম্নচাপ বুধবার পরিণত হতে পারে ঘূর্ণিঝড় ডানায়(Cyclone Dana)। ২৪ অক্টোবর রাত এবং ২৫ অক্টোবর ভোরে ওড়িশার(Odisha) উত্তর এবং পশ্চিমবঙ্গ উপকূলে পুরী এবং সাগরদ্বীপের মধ্য দিয়ে অতিক্রম করতে পারে এই ঘূর্ণিঝড়(Cyclone)। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১২০ কিমি। ডানার প্রভাবে বুধবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় ডানাকে মোকাবিলা করতে আগাম সতর্কতা অবলম্বন করছে প্রশাসন। ইতিমধ্যে বাংলায় এসে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর(NDRF) ১৪ টি দল। জেলায়-জেলায় ছড়িয়ে পড়ছেন তাঁরা। আজ, বুধবার দিনভর বাংলার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখবেন তাঁরা। ডানার প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা । পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় হাজির এনডিআরএফ
VIDEO | The NDRF has kept 14 teams in West Bengal and 11 teams in Odisha on standby for deployment in the wake of an impending cyclonic storm in the Bay of Bengal which is likely to make a landfall between Puri and Sagar Island on Thursday.
Visuals of the arrival of a 30-member… pic.twitter.com/gy0ylhB5Sa
— Press Trust of India (@PTI_News) October 22, 2024