Russian Journalist (Photo Credit: X)

দিল্লি, ২৬ মার্চ: ইউক্রেন (Ukraine) সীমান্তে মাইন বিস্ফোরণ। যার জেরে মৃত্যু হল আরও এক রুশ সাংবাদিকের (Russian Journalist)। রাশিয়ার বৈদ্যুতিন মাধ্যমের সাংবাদিক অ্যানা সম্প্রতি যান ইউক্রেন সীমান্তে। সেখান থেকে লাইভ করার সময় হঠাৎ করেই মাইন বিস্ফোরণ হয়। যার জেরে ঘটনাস্থলেই রাশিয়ার চ্যানেল ওয়ানের সাংবাদিক অ্যানার মৃত্যু হয়।

বেলগরোদ প্রদেশে গিয়ে অ্যানা প্রকোফিয়েভা যখন লাইভ দিচ্ছিলেন টিভিতে, সেই সময় হঠাৎ করেই মাইন ফেটে তাঁর মৃত্যু হয় বলে খবর। মাইন বিস্ফোরণের জেরে অ্যানার যে সঙ্গী ছিলেন সেখানে দিমিত্রি ভলকোভ, তিনিও গুরুতর জখম হয়েছেন বলে খবর।

অ্যানার মৃত্যু মাইন বিস্ফোরণে...

 

২০২৩ সালে যখন থেকে  ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হয়, তখন থেকেই অ্যানা তার লাইভ করতেন নিজের চ্যানেলের জন্য। এবার গিয়েছিলেন বেলগোরদ প্রদেশে। সেখান থেকে লাইভ করার সময় হঠাৎ করেই মাইন বিস্ফোরণে প্রাণ যায় অ্যানার।