ফের শ্লীলতাহানির অভিযোগ রাজ্যে। এবার জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জে দুই কিশোরীকে খাবারের লোভ দেখিয়ে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করল ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। পরিবারের অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকাবাসীদের অভিযোগ, ওই বৃদ্ধ এর আগেও এলাকার বাচ্চা মেয়েদের দিকে কুনজরে তাকাত। যার ফলে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন নির্যাতিতার পরিবার। সেই সঙ্গে নির্যাতিতাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসাপাতালেও নিয়ে যাওয়া হয়েছে।
ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে নাবালিকাদের শ্লীলতাহানির চেষ্টা
জানা যাচ্ছে, নির্যাততাদের বয়স যথাক্রমে ১১ ও ১৩ বছর। অভিযোগ, গতকাল দুপুরে রাজগঞ্জ ব্লকের একটি গ্রামে দুই নাবালিকা তাঁদের বাড়ির সামনে খেলছিল। সেই সময় ওই বৃদ্ধ ফাঁকা রাস্তা দেখেই তাঁদের খাবার দেওয়ার নাম করে এলাকারই একটি ফাঁকা নির্মীয়মান বাড়ির মধ্যে নিয়ে যায়। সেখানে তাঁদের শরীরে হাত দেয় ওই বৃদ্ধ। ভয়ে তখন চিৎকার করে ওঠে দুই কিশোরী।
ধৃত অভিযুক্ত
আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে নাবালিকাকে উদ্ধার করে। তারপর তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর নাবালিকাদের পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে রাতেই বৃদ্ধকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাঁকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।