Knife, Representational Image (Photo Credit: File Photo)

দিল্লি, ২৬ মার্চ: ঘরের ইন্টারনেট (Internet) সংযোগ কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়েছিলেন মা (Mother)। ওয়াই ফাইয়ের সুইচ বন্ধ করে দেন। যার জেরে ক্ষেপে মাকে খুনের ষড়যন্ত্র করে ৩ বোন। মা কেন ঘরের ওয়াই ফাই সংযোগ বন্ধ করে দেন, সেই রাগে তার উপর হামলা চালায় কিশোরী কন্যারা (Daughter)। আমেরিকার টেক্সাসে এমনই  একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। যেখানে টেক্সাসের বাসিন্দা এক মহিলা মেয়েদের ইন্টারনেটের প্রতি অসীম টান রোধ করতে ঘরের ওয়াই ফাইয়ের সুইচ বন্ধ করে দেন। ওয়াই ফাইয়ের সুইচ বন্ধ করে দিলে, তিন মেয়ে একসঙ্গে মাকে খুনের পরিকল্পনা করে।

দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো যখন মায়ের উপর হামলা চালায় মেয়েরা...

 

রিপোর্টে প্রকাশ, রান্নাঘর থেকে ছুরি নিয়ে মাকে মারবে বলে ছুটে ঘরের বাইরে বেরিয়ে যায় ৩ বোন। এরপর মা যত সামনের দিকে ছুটতে শুরু করে, তত তারাও তাঁর পিছু নেয়। এরই মাঝে ওই মহিলার এক মেয়ে ইঁট ছুঁড়ে তাঁর পায়ে মারে। ফলে ইঁটের আঘাতে ওই মহিলা মাটিতে বসে পড়েন।

ঘটনা যখন চূড়ান্ত আকার ধারণ করে, সেই সময় ওই মহিলার শাশুড়ি বাইরে বেরিয়ে নাতনিদের থামানোর চেষ্টা করেন। তবে তিনি পারেননি। এরপর পাড়া, প্রতিবেশীর হাজিরায় মাকে খুন থেকে বিরত হতে হয় ৩ মেয়েকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং ৩ বোনকে একসঙ্গে নিয়ে যায় সংশোধনাগারে।