ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা। এবার য় (Beleghata) সেলস ট্যাক্সের দফতরের কাছে একটি দোকানে লাগল আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। তবে প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ এসেছে কিনা সেই সংক্রান্ত খবর পাওয়া যায়নি। ঘটনার জেরে শিয়ালদহ-বেলেঘাটা রুটে আপাতত যান চলাচলে নিয়ন্ত্রণ রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বেলেঘাটা থানার পুলিশ। ঘটনায় হতাহতের কোনও খবর না এলেও এক ব্যক্তির আহত হওয়ার খবর আসছে। তবে সে দোকানদার নাকি অন্য কোনও ব্যক্তি সেটা এখনও স্পষ্ট নয়।
বেলেঘাটার বরফকলে কাছে অগ্নিকাণ্ড
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন বিকেলের দিকে বরফকলের কাছের ফুটপাতে থাকা একটি দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখেন পথচলতি মানুষরা। তাঁরাই তড়িঘড়ি খবর দেয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। যদিও ততক্ষণে পরিস্থিতি অনেকটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। তাই আরও তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এদিকে খবর যায় বেলেঘাটা থানাতেও। ফলে ঘটনাস্থলে আসেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরাও।
ঘটনাস্থলে দমকল বাহিনী
তবে ঘটনাস্থলে পাঁচটি ইঞ্জিন আসার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল বাহিনীকে। এলাকাবাসীরা জানিয়েছেন, দোকানের ভেতর থেকে সিলিন্ডার ফাঁটার আওয়াজও আসছিল। ফলে অনুমান করা যাচ্ছে সিলিন্ডার থেকেই আগুন লেগেছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই আগুন লাগার আসল কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে দমকল আধিকারিকরা।