Heatwave | Representational Image | (Photo Credits: PTI)

কলকাতা, ১ মার্চ: শীতের পরশ প্রচ্ছন্নে যেতে না যেতেই ঘেমেনেয়ে প্রাণ যায় যায় অবস্থা। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াসের পর সোমবারও এর তেমন অতল বদল ঘটল না। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ আদ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। এই সপ্তাহে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও শহরে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। কিছুদিন আগেও ভোরের দিকে শীতের আমেজ ছিল। যা বর্তমানে একেবারেই নেই। ফলত শীত পোশাককে বছর খানেকের জন্য বিদায় জানিয়েছে বাঙালি। এখন পাখার স্পিড বাড়িয়েও হাঁসফাঁস অবস্থা। সপ্তাহখানেক আগের হালকা ঠান্ডা এখন মহার্ঘ্য। পাঁচটা মিনিটের জন্য ফ্যান বন্ধ হলে টেকা দায়, এমনই পরিস্থিতি। আরও পড়ুন-COVID-19 Vaccination: প্রধানমন্ত্রীর হাত ধরে সোমবার থেকেই শুরু বয়স্কদের টিকাকরণ, প্রতিষেধকের খোঁজখবর এক ঝলকে

দশটা বাজতে বাজতেই রোদ্দুরের তেজ এমন চড়ছে যে বেলা বারোটার পরে রোদ চশমা ছাড়া বাইরে তাকলেই চোখ ধাঁধিয়ে যাচ্ছে। দক্ষিণবঙ্গবাসী যখন গরমে অস্থির তখন উত্তরে বৃষ্টির হাতছানির খবর দিল দিল্লির মৌসম ভবন। IMD-র ওয়েবসাইট জানিয়েছে, দার্জিলিং সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গা ঘন কুয়াশায় ঘেরা থাকবে। এমনকী চলতি সপ্তাহের শেষের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ শুষ্ক থাকছে। আগামী ২-৩ দিন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২-৪ ডিগ্রি বেশি থাকবে।

এমনিতেই ভোটের গরমে রাজ্যের পারদ চড়ার দিকেই রয়েছে। তায় মিটিং মিছিল সমাবেশে করোনার ভয়াবহতা ছড়ানোর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায়। মাঝ ফাল্গুনে এমন চাঁদি ফাটা রোদ্দুর আর গরমে নাজেহাল হতে হলে সুখের সেদিন শীতকালকেই মনে করছে বঙ্গবাসী।