দিল্লি, ৩ এপ্রিল: আর জে মাহবাসের (RJ Mahvash) নতুন ভিডিয়ো সামনে এল। যেখানে আর জে মাহবাসকে বলতে শোনা যায়, 'বাস এক হি হোগা।' অর্থাৎ তাঁর জীবনে শুধু একজনকেই দরকার। যে তাঁর স্বামী হিসেবে আসবেন। অর্থাৎ বন্ধু, প্রেমিক সবকিছুই তাঁর একজনকে দিয়েই চলবে। তাঁর জীবনে একাধিক পুরুষের কোনও প্রয়োজন নেই বলে মন্তব্য করতে শোনা যায় আর জে মাহবাসকে।
আর জে মাহবাসের নয়া ভিডিয়ো দেখে অনেকেই যুজবেন্দ্র চাহালকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর এবার কি যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) আর জে মাহবাসের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন বলে প্রশ্ন তোলেন অনেকে। শুধু তাই নয়, যুজবেন্দ্রর সঙ্গে তাঁর মনের বাঁধন আরও পোক্ত হয়েছে। সেই কারণেই আর জে মাহবাস এই ভিডিয়ো পোস্ট করলেন বলেও মন্তব্য করেন অনেকে।
দেখুন আর জে মাহবাসের ভিডিয়ো...
View this post on Instagram
সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যুজবেন্দ্র চাহালের সঙ্গে গ্যালারিতে দেখা যায় আর জে মাহবাসকে। তখন থেকেই শুরু হয় জল্পনা। আর জে মাহবাহ এবং যুজবেন্দ্র কি ডেট করছেন বলে প্রশ্ন তোলেন অনেকে। কিন্তু দুজনের কেউই এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে তাঁদের নিয়ে জল্পনা অব্যাহত।
আলিগড়ে জন্ম আর জে মাহবাসের। উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেন মাহবাস। এরপর দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর হন মাহবাস। বিভিন্ন ধরনে মজার ভিডিয়ো করেন মাহবাস। রেডিও মির্চি থেকে নিজের কেরিয়ার শুরু করেন আর জে মাহবাস। এরপর ডিজিটাল ক্রিয়েটর হিসেবেও পান পরিচিতি।