Ram Mandir (Photo Credit: Twuitter)

এবছর ৬ এপ্রিল নবমী তিথি, এই নবমী তিথিতেই জন্ম নিয়েছিলেন অযোধ্যার রাজা রামচন্দ্র।  ২০২৫ সালের অযোধ্যায় অনুষ্ঠিত রামনবমী (Ram Navami)  এবার ঐতিহাসিক হতে চলেছে।রামনবমী উপলক্ষে বিশেষ ভাবে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরকে। রাম জন্মভূমি (Ram Janmabhumi) তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন-নবমীর বিশেষ তিথিতে সকাল সাড়ে নটায় রামলালার অভিষেক শুরু হবে। তারপর ঠিক দুপুর দুটোর সময় হবে রামলালার তিলক। শ্রী রামচন্দ্র সূর্য বংশের ছিলেন সেই পরম্পরা বজায় রেখে করা হয়েছে এই সূর্য তিলকের ব্যবস্থা।এই দিব্যক্ষণ স্থায়ী হবে ৪ মিনিট । রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট (Ram Navami Celebration in Ayodhya)  দ্বারা বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে এই সূর্য তিলক করা হবে। এই আয়োজনকে দিব্যতা প্রদানের জন্য রাম মন্দিরে এক লক্ষ বার শ্রীরাম মন্ত্র জপ চলছে। প্রতিদিন তিন ঘন্টা ধরে হচ্ছে চলছে যজ্ঞের অনুষ্ঠান।

নবমীর দিন বিশেষ মুহূর্তে সারা শহর জুড়ে চালানো হবে এলইডি ভ্যান। এছাড়া মন্দির চত্বরে ভক্তদের জন্য  বিশাল এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। যাতে তারা সেই মুহুর্ত প্রত্যক্ষ করতে পারে। এছাড়া দূরদর্শনের মাধ্যমে সারা বিশ্বে তা সম্প্রচার করা হবে।"

উল্লেখ্য যে কৃষ্ণ শিলা পাথরে রামলালার মূর্তি তৈরি তা কর্ণাটকের এইচডি কোট এবং মহীশূর জেলাতে পাওয়া যায় । কর্ণাটকের ভাস্কর অরুণ যোগিরাজ সেই মূর্তিটি তৈরি করেছেন।

নবমীতে হবে রাম লালার অভিষেক ও শৃঙ্গার আরতি, সূর্য তিলকের সম্প্রচার হবে সরাসরিঃ