Mamata Banerjee On SSC Verdict (Photo Credit: Facebook)

এসএসসি দুর্নীতি মামলায় চাকরিহারা হলেন ২৬ হাজার শিক্ষক। এই নিয়ে বৃহস্পতিবার থেকেই তুঙ্গে রাজ্য রাজনীতি। দুপুরের দিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এই নিয়ে নবান্নতে বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এমনকী এই ঘটনার সঙ্গে দিল্লিতে এক বিচারপতির ঘর থেকে কয়েক কোটি নগদ টাকা উদ্ধার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তাঁর মতে, সেই সময়ে বিচারপতিকে শুধুমাত্র বদলি করে শাস্তি দেওয়া হয়ছিল, তাহলে কেন এ ক্ষেত্রে শিক্ষকদের ট্রান্সফার করা হল না?

বিচারপতি যশবন্ত ভার্মাকে নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "নগদ টাকা উদ্ধারের পর দিল্লির আদালতের বিচারপতিকে সরানো হল। তাহলে এখানে ২৬ হাজার শিক্ষক-অশিক্ষকদের শাস্তি হিসেবে বদলি কেন করা হল না? সুপ্রিম কোর্ট চাইলেই এদের বদলি করে দিতে পারত। যা হল ঠিক হল না"। প্রসঙ্গত, চলতি বছরে দোলের ছুটি চলাকালীন দিল্লিতে বিচারপতি যশবন্ত ভার্মার বাসভবনে আগুন লাগে। আর সেই সময়ই তাঁর ঘর থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল টাকা। এমনকী রাস্তায় পড়েছিল আধপোড়া পাঁচশো টাকার নোট। এই বিপুল পরিমাণ অর্থের উৎস জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত এখনও চলছে। আর এই কারণেই যশবন্ত ভার্মাকে শাস্তিস্বরূপ বদলি করে পাঠানো হল এলাহাবাদ হাইকোর্টে।

চাকরিহারাদের পাশে মুখ্যমন্ত্রী

এদিকে বৃহস্পতিবার এসএসসি দুর্নীতি মামলায় রাতারাতি চাকরি খোয়ালেন ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক। এর আগে কলকাতা হাইকোর্টেও প্যানেল বাতিলের রায় দিয়েছিল, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হয় রাজ্য সরকারা। এদিন সেই মামলায় হাইকোর্টের রায়কেই বহাল রাখল সুপ্রিম কোর্ট। যারফলে চাকরিহারা হলেন ২৬ হাজার মানুষ। যদিও মুখ্যমন্ত্রী তাঁদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন।