ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill) নিয়ে চরম বিরোধীতা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি হুঁশিয়ারি দেন, বিজেপি একদিন না একদিন ক্ষমতাচ্যুত হবেই, তখন আরেকবার ওয়াকফ বিল সংশোধন হবে। পাশাপাশি আগামী বছর বিধানসভা নির্বাচনেও এর প্রভাব পড়বে বলে রাজ্যের প্রধান বিরোধী দল অর্থাৎ বিজেপির নেতৃত্বকে বুঝিয়ে দিয়েছেন। যদিও এই নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন সুকান্ত মজুমদাররা (Sukanta Majumdar)।

পাল্টা মন্তব্য সুকান্ত মজুমদারের

শনিবার এই নিয়ে তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। সুকান্ত বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীরা দেশভাগ করতে চাইছেন। বিদ্যমান ওয়াকফ আইনের কারণে দেশের বিভিন্ন প্রান্তে হিন্দু-মুসলমানের মধ্যে বিরোধ রয়েছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যারা ভাঙনের রাজনীতি করেন এবং তোষণের মাধ্যমে ক্ষমতায় থাকতে চায়। এরা দেশের উন্নতি নিয়ে চিন্তিত নন। ক্ষমতায় থাকার জন্য ভবিষ্যতে যদি পাকিস্তান ও বাংলাদেশের মতো দেশের সঙ্গে হাত মেলানোর সুযোগ আসেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আগে এগিয়ে যাবেন"।

দেথুন সুকান্ত মজুমদারের বক্তব্য

পথে নামার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠকে এনডিএ-র বিরুদ্ধে তোপ দেগে বলেন, দেশভাগ করার জন্য কেন্দ্র সরকার ওয়াকফ সংশোধনী বিল এনেছে। এই বিলের বিরোধীতা করার জন্য রাস্তায় নামবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।