কলকাতা ( প্রতীকী ছবি:File Photo)

অফিস টাইমে ব্যাপক যানজট। আর সেই কারণে কাজে পৌঁছাতে হচ্ছে দেরি। আর তার ফলে বসের মুখঝামটা খেতে হচ্ছে একাধিক সংস্থার কর্মীদের। তবে এবার থেকে কেন দেরি হচ্ছে, তার হাতে গরম প্রমাণ বসকে দিতে পারবেন আপনিও। একটি আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবথেকে ধীরতম শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শহর কলকাতা (Kolkata)। দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে এই শহর। যদিও এই তালিকায় শীর্ষে বেঙ্গালুরু, মুম্বইয়ের মতো শহরগুলির নাম থাকার কথা। তবে সকলকে চমকে দিয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে মহানগর। এরপরেই অবশ্য বেঙ্গালুরু ও পুনের নাম রয়েছে। বিশ্বের মধ্যে প্রথম স্থান দখল করে রয়েছে কলোম্বিয়ার বারানকুইলা।

ভারতের মধ্যে প্রথমে শহর কলকাতা

ডাচ লোকেশন টেকনোলজি ফার্ম টমটম চলতি বছর এই তালিকা প্রকাশ করে। প্রতিবছরই এই ফার্মের পক্ষ থেকে বিশ্বের বেশ কয়েকটি শহরের ট্রাফিক পরিস্থিতি মূল্যায়ন করে এই তালিকা প্রকাশ করে। ট্রাফিক রিপোর্টের ইনডেক্স অনুযায়ী ২০২৪ সালে একজন সাধারণ ব্যক্তি গাড়ি বা বাসে চেপে দশ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে ব্যয় করছে ৩৪ মিনিট ৩৩ সেকেন্ড। অন্যদিকে, বেঙ্গালুরুতে ১০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে এক ব্যক্তির ৩০ মিনিট ১০ সেকেন্ড সময় খরচ করে। ২০২৩-এর রিপোর্টের তুলনায় ৫০ সেকেন্ড বেশি সময় লাগছে। পুনেতে ১০ কিলোমিটার রাস্তা অতিক্রান্ত করতে সময় লাগছে ৩৩ মিনিট ২২ সেকেন্ড।

তালিকায় বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে কলোম্বিয়ার শহর

যদিও এই তালিকায় অনেক পেছনে রয়েছে মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ, আহমেদাবাদ ও জয়পুরের মতো শহরের নাম। বিশ্বের মধ্যে শীর্ষস্থান যে শহর দখল করে রেখেছে সেই বারানকুইলাতে ১০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সময় লাগছে ৩৬ মিনিট ০৬ সেকেন্ড।