![](https://bnst1.latestly.com/uploads/images/2024/08/64-94.jpg?width=380&height=214)
সাতসকালে ব্যান্ডেলে (Bandel) রেললাইনের ধার থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ। মৃত যুবকের নাম প্রীতম দাস (১৯)। এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তের জন্য ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, সমপ্রেম সম্পর্কের টানাপোড়েনের জেড়ে খুন হতে হয়েছে ওই যুবককে। পরিবারের অভিযোগের ভিত্তি দুই বন্ধু পান্ডুয়ার রবীন্দ্রপল্লীর বাসিন্দা অভি ঘোষ ও কাজি মহল্লার বাসিন্দা কুশল ঘোষকে গ্রেফতার করেছে পান্ডুয়া থানার পুলিশ।
পান্ডুয়াতে এসে সম্পর্কে জড়ান প্রীতম
জানা যাচ্ছে, প্রীতমের আদিবাড়ি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে হলেও বিগত কয়েকবছর হল পান্ডুয়াতে রওজা পাড়ায় দাদুর বাড়িতে এসে থাকছিলেন তাঁর মা ও দুই বোন। সেই সূত্রে হামেশাই পান্ডুয়াতে আসতেন প্রীতম। তবে বিগত তিন মাস এখানেই থাকতে শুরু করেছিলেন তিনি। মৃতের পরিবারের দাবি, এখানে অভি ও কুশলের সঙ্গে বন্ধুত্বতা হয় প্রীতমের। এরমধ্যে অভির সঙ্গে সম্পর্কের গভীরতাও বাড়ে। কারণ পেশায় প্রীতম ছিলেন একজন নৃত্যশিল্পী ও অভি একজন ডিজে ছিলেন।
রেললাইনের ধার থেকে উদ্ধার দেহ
তবে সম্প্রতি অভি ও প্রীতমের সম্পর্কে চিড় ধরে। এমনকী ফোনেও তাঁদের মধ্যে ঝামেলা হত বলে শুনেছে পরিবারের সদস্যরা। এরমধ্যে গত ১১ ফেব্রুয়ারি বিকেলে বন্ধুদের সঙ্গে মহানাদে যাবে বলে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকেই তাঁর আর খোঁজ পাওয়া যায় না। এরপর গত বুধবার সকালে ব্যান্ডেল জিআরপি পান্ডুয়া ও খন্যান মাঝে রেললাইনের ধার থেকে যুবকের দেহ দেহ উদ্ধার করে। ঘটনার পর শোকস্তব্ধ পরিবার। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি করেছেন তাঁরা।