Bangladeshi Hindus (Photo Credit: X)

দিল্লি, ১৩ ফেব্রুয়ারি: বাংলাদেশে (Bangladesh) বসবাসকারী হিন্দুদের (Hindus) উপর হামলা হচ্ছে। অত্যাচার হয়েছে। এবার রাষ্ট্রসংঘের (UN) তরফে এমনই একটি রিপোর্ট প্রকাশ করা হল। যে রিপোর্ট প্রকাশ্যে আসতেই হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে ইউনুস সরকার যে তথ্য গোপণ করছে,তা ফের প্রকাশ্যে এল। হিন্দুদের একাধিক মন্দিরে যে হামলা চালানো হয়েছে। বাংলাদেশে তথ্য অনুসন্ধান করে সেই রিপোর্ট হাতে পেয়েছে রাষ্ট্রসংঘ। এরপরই রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের তরফে বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে রিপোর্ট প্রকাশ করা হয়।

প্রসঙ্গত হিন্দুদের পাশাপাশি আহমেদিয়া মুসলিম (Muslim) এবং চট্টগ্রামে পাহাড়ােঞ্চলে যে সম্প্রদায়ের মানুষরা বসবাস করেন, তাঁদের উপর অত্যাচার চলছে বলেও রাষ্ট্রসংঘের রিপোর্টে জানানো হয়।

২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা (Sheikh Hasina)। মুজিব-কন্যা দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের উপর অত্যাচার চলছে বলে একাধিক খবর উঠে আসে। যদিও সেই খবরের সত্যতা কোনও সময় মেনে নেননি মহম্মদ ইউনুস। শুধু তাই নয়, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে বলে যে রিপোর্টগুলি সামনে আসে, তাকে 'অতিরঞ্জিত' বলেও তিনি দাবি করেন। বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের দাবি নস্যাৎ করে এবার রাষ্ট্রসংঘের রিপোর্ট প্রকাশ্যে আসে। যেখানে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুরা যে ভাল নেই, সে বিষয়ে রিপোর্টে তথ্য দেওয়া হয়েছে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের তরফে।

জানা যায়, অগাস্ট মাসে হাসিনা বাংলাদেশ ছাড়ার পর সেখানে কমপক্ষে ২০০০টি হামলার ঘটনা ঘটে। প্রত্যেকটি ঘটনাই হিনন্দুদের উপর হামলার সঙ্গে জড়িত বলে জানা যায়।