Valentine Day Wishes In Bengali

১৪ ফেব্রুয়ারি দিনটি ভালবাসার দিন। এর পিছনে রয়েছে এক ইতিহাস। অত্যাচারী রোমান সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস এবং খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইন রয়েছে এই ইতিহাসের সঙ্গে জড়িয়ে। ২৪৭ খ্রীষ্ট পূর্বাব্দে সম্রাট ক্লাডিয়াস রোমানবাসীকে ১২জন দেব-দেবীর আরাধনা করার নির্দেশ দেন। সেসময় খ্রীস্টধর্ম প্রচারের উপর জারি ছিল নিষেধাজ্ঞা। কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন মনে প্রাণে খ্রীষ্টান। মৃত্যুর ভয়তেও পিছপা হননি তিনি খ্রীষ্টধর্ম পালন করতে। অবশেষে যা হওয়ার তাই-ই হল, সম্রাট ক্লাডিয়াস তাকে কারাগারে বন্দি করলেন। সেই কারাগারেই খুঁজে পেলেন তিনি জীবনের রসদ। কারারক্ষী ভ্যালেন্টাইনের ব্যবহারে মুগ্ধ হন এবং তাঁর মেয়ের পড়াশুনার ভার নেওয়ার আর্জি জানান। কারারক্ষীর মেয়ে জুলিয়া জন্মগত ছিলেন অন্ধ, তাঁর শখ ছিল একটাই একদিন যেন এই পৃথিবী দেখতে পান তিনি। সেই ইচ্ছে পূরণ হল জুলিয়ার একদিন, ততদিনে ভ্যালেন্টাইনের ফাঁসির দিন স্থির। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের মৃত্যু কার্যকর হয়। ১৩ ফেব্রুয়ারি জুলিয়াকে একটি চিঠি লেখেন, যার শেষে লেখা ছিল "ফ্রম ইওর ভ্যালেন্টাইন"। এরপরই ৪৯৬ খ্রীষ্টপূর্বাব্দে পোপ প্রথম জেলাসিউস ১৪ ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করেন।

রাত পেরোলেই ভালবাসার সেই দিন। এই দিনে আপনার প্রিয় মানুষটিকে কেমন বার্তা পাঠাতে পারেন? কেমন শুভেচ্ছা পাঠাবেন তাঁকে? কোন কথায় তাঁকে আরও একটু কাছে টেনে নেবেন? রইল তেমনই কিছু বার্তা।