মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (Chhatrapati Shivaji Maharaj International Airport) এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হল ৪.৯৩ কোটি টাকার হীরে। জানা যাচ্ছে, একটি ল্যাপটপের মধ্যে থেকে উদ্ধার হয়েছে কমপক্ষে ২৬টি ছোট প্যাকেট। যার মধ্যে ছিল ২১৪৭.২০ ক্যারেট ওজনের অসংখ্য ছোট সিন্থেটিক হীরে (Synthetic Diamonds)। ইতিমধ্যেই তা উদ্ধার করে কাস্টমসের এয়ার ইন্টালিজেন্স ইউনিটের আধিকারিকদের হাতে তুলে দেয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে কাস্টমসের আধিকারিকরা। সেই সঙ্গে মুম্বই বিমানবন্দরে বাড়ানো হয়েছে নজরদারিও।

সিআইএসএফ জওয়ানদের হাতে পাকড়াও বহুমূল্যের হীরে

জানা যাচ্ছে, দিন কয়েক আগেই মুম্বই বিমানবন্দরের কাস্টমসের আধিকারিকরা খবর পেয়েছিল যে বিপুল পরিমাণে হীরে পাচার হবে। সেই খবর পেয়েই  এদিন মুম্বই বিমানবন্দরে মোতায়েন ছিল অসংখ্য সিআইএসএফ জওয়ানরা। এদিন সকালে একটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার হয়। সেই ব্যাগে তল্লাশি চালিয়ে এক ল্যাপটপ উদ্ধার হয়। সেটি খুলতেই ব্যাটারির জায়গায় ছোট ছোট ২৬টি প্যাকেট পাওয়া যায়। যার মধ্যে ছিল বহুমূল্যের হীরে।

দেখুন পোস্ট