![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/germany.jpg?width=380&height=214)
মানুষের উপর দিয়ে গাড়ি (Car) চালিয়ে দিল এক ব্যক্তি। যার জেরে পরপর ১৫ জন আহত হন বলে খবর। জার্মানির (Germany) মিউনিখ (Munich) থেকে এবার ফের মানুষের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। কী কারণে জেনেবুঝে মানুষের উপর দিয়ে ওই ব্যক্তি গাড়ি চালিয়ে দেয়, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে দুর্ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও হয়েছে শুরু। জানা যাচ্ছে, বৃহস্পতিবার জার্মানিতে হাজির হওয়ার কথা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। দুই নেতার হাজিরার আগেই মিউনিখে কার্যত আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে যায়। দুর্ঘটনার পর একটানা তদন্ত চালিয়ে পুলিশ গাড়ির চালককে গ্রেফতার করে। কী কারণে ওই ব্যক্তি এহেন ঘটনা ঘটায়, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে পুলিশ জোর কদমে জেরা শুরু করেছে।
জার্মানির মিউনিখে ভয়াবহ ঘটনা...
#münchen pic.twitter.com/zzxq87mzAT
— Zeit für Deutschland (@ZfurDeutschland) February 13, 2025