বিয়ারবাইসেপ পডকাস্টে একসময়ে অতিথি হিসেবে এসেছিলেন বলিউডের বিখ্যাত অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)। ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) সঙ্গে ঘন্টাখানেক বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনাও হয় জনপ্রিয় এই কৌতুক অভিনেতার। সম্প্রতি সেই রণবীর ইন্ডিয়ার গট লেটেন্টে (India's Got Latent) এসে বাবা-মায়ের সম্পর্ক নিয়ে এমন মন্তব্য করে বসেন যা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং সময় রায়না, রণবীর সহ ওই শো-তে উপস্থিত বাকি ইউটিউবারদের নিয়ে জোড়ালো সমালোচনা শুরু হয়েছে দেশজুড়ে। শো-এ উপস্থিত ইউটিউবারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে পুলিশেও।

রণবীরের মন্তব্যের বিরোধীতা করেন রাজপালও

একাধিক বিখ্যাত মানুষ রণবীরের এহেন মন্তব্যের বিরোধীতা করেছেন। এবার এই নিয়ে মন্তব্য করলেন খোদ রাজপালও। তিনি বলেন, "আমরা সকলেই শিল্পী। আমরা অভিব্যক্তির মাধ্যমে দেশ বা বিশ্বের মানুষকে মনোরঞ্জন করি। আমার মতে, যে বিষবস্তুই আমরা উপস্থাপিত করব, তার একটনা মান থাকা উচিত এবং সকলে যেন সেটা গ্রহণ করবে সেটাও যেন থাকে। কখনই এমন কিছু প্রদর্শিত করব না যা বাড়ির বয়স্ক মানুষ থেকে শুরু করে বাচ্চা বা কোনও যুবক একসঙ্গে বসে দেখতে পারবে না। যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে যেখানে বিখ্যাত ইউটিউবার বক্তব্য রেখেছেন, সেই কনটেন্টটি কোনও ভাবেই আমাকে মনোরঞ্জন করেনি, এটা সম্পূর্ণ অর্থহীন একটি বক্তব্য"।

দেখুন রাজপাল যাদবের বক্তব্য

বিতর্কের শিরোনামে ইন্ডিয়াস গট লেটেন্ট

প্রসঙ্গত, রণবীরের এই মন্তব্যের পর থেকেই সময় রায়নার শো ইন্ডিয়াস গট লেটেন্ট নিয়ে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই শো-এ উপস্থিতি অতিথি ইউটিউবার আশিষ চঞ্চালানি, অপূর্বা মাখিজা, জসপ্রীত সিং সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এমনকী জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকেও তাঁদের তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।