ফের ভিনরাজ্য থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের নয়ডা (Noida) থেকে গ্রেফতার করা হয় ৮ বাংলাদেশিকে। জানা যাচ্ছে, ১০ দিন আগে এদেশে এসে গা ঢাকা দিয়েছিল অভিযুক্তরা। অবশেষে এদিন রাজ্য পুলিশের তল্লাশি অভিযানে আটক করা হয় অভিযুক্তদের। প্রাথমিক তদন্তে জানা যায়, বাংলার মালদা থেকে সীমান্ত পেরিয়ে কিষাণগঞ্জ হয়ে নয়ডাতে এসেছে অভিযুক্তরা। তাঁদের থেকে একাধিক বাংলাদেশি নথিপত্র উদ্ধার হয়েছে। যদিও তাঁরা কী উদ্দেশ্যে এদেশে এসেছে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।