গুয়াহাটি, ১৪ মে: আল কায়দার সঙ্গে জড়িত সন্দেহে ২ বাংলাদেশি (Bangladeshi) জঙ্গিকে পাকড়াও করা হল। অসমের গুয়াহাটি স্টেশন থেকে সন্দেহভাজন ওই ২ জঙ্গিকে (Terrorist) পুলিশ গ্রেফতার করে বলে খবর। বাহার মিয়াঁ এবং রাসেল মিয়াঁ নামের ওই ২ সন্দেহভাজন বাংলাদেশি জঙ্গিকে গুয়াহাটি স্টেশন থেকে গ্রেফতার করা হয় বলে খবর। আল কায়দার (ভারতে নিষিদ্ধ) শাখা সংগঠন আনসারুল্লা বাংলা টিমের সদস্য হিসেবে ভারতে আসে বাহার মিয়াঁ এবং রাসেল মিয়াঁ বলে জানা যাচ্ছে।
ভারতে অবৈধভাবে প্রবেশ করে এই জঙ্গিরা জাল পাসপোর্ট তৈরি করে সন্ত্রাসবাদ ছড়ানোর কাজ করত বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বাহার মিয়াঁ এবং রাসেল মিয়াঁ নামে ওই দুই সন্দেহভাজন জঙ্গির সঙ্গে আর কেউ ভারতে এসেছে কি না, সে বিষয়ে শুরু হয়েছে খোঁজ।