![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/dwijapriya-sankashti-chaturthi.jpg?width=380&height=214)
হিন্দু ধর্মে সংকষ্টী চতুর্থীর উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি মাসের চতুর্থী তিথি উৎসর্গ করা হয় ভগবান গণেশকে। পঞ্জিকা অনুসারে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিকে বলা হয় দ্বিজপ্রিয়া সংকষ্টী চতুর্থী। ২০২৫ সালের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি শুরু হবে ১৫ ফেব্রুয়ারি, শনিবার, রাত ১১:৫৩ মিনিট এবং শেষ হবে ১৭ ফেব্রুয়ারি, সোমবার, রাত ০২:১৫ মিনিটে।
উদয় তিথি অনুসারে, ১৬ ফেব্রুয়ারি পালন করা হবে দ্বিজপ্রিয় সংকষ্টী চতুর্থীর উপবাস। এই পবিত্র তিথিতে গণেশের পুজো করলে সকল বাধা থেকে মুক্তি পাওয়া যায় এবং ঘরে সুখ ও শান্তি বিরাজ করে। দ্বিজপ্রিয়া সংকষ্টী চতুর্থীর দিন প্রথমে ব্রহ্মমুহুর্তে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করা হয়।
দ্বিজপ্রিয়া সংকষ্টী চতুর্থীর দিন সূর্যদেব প্রমাণ করে পুজো স্থান পরিষ্কার করে গণেশ এবং শিবের মূর্তি স্থাপন করা হয়। তাঁদের মোদক, লাড্ডু, অক্ষত এবং দূর্ভার মতো জিনিসপত্র অর্পণ করা হয়। এরপর গণেশের কপালে তিলক লাগিয়ে এবং দেশি ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে তাঁদের আরতি করে ব্রত কথা পাঠ করা হয়। সবশেষে সুখী জীবনের কামনা করে প্রসাদ বিতরণ করা হয়।