⚡পরপর সাপের ছোবল, বিষাক্ত কোবরাকে নিয়ে হাসপাতালে ব্যক্তি
By Aishwarya Purkait
পরপর সাপের কামড় পড়তেই শুরু হয় রক্তপাত। বিষাক্ত সাপের বিষের প্রভাবে শরীর ঠাণ্ডা হতে শুরু করে। কিন্তু তা সত্ত্বেও বিষধরকে পালাতে দেয়নি অজিত। তাকে মেরে নিজের সঙ্গে হাসপাতালে নিয়ে আসেন।