
ভুবনেশ্বর, ১৭ মার্চঃ বিষাক্ত সাপের একের পর এক ছোবল। যন্ত্রণায় ছটফট করছেন ব্যক্তি। তাও কোবরাকে বাঁচতে দিলেন না। সাপটিকে মেরে ফেলে তাকে প্লাস্টিকে ভরে হাসপাতালে নিয়ে এলেন। ওড়িশার (Odisha) ময়ূরভঞ্জ জেলার উদালায় ওই ব্যক্তির কাণ্ড দেখে থমকে থ হাসপাতালের কর্মীরা।
উদলা পুলিশ স্টেশনের সীমানার অন্তর্গত নাগপাল গ্রামের বাসিন্দা অজিত কর্মকার নামে ওই ব্যক্তিকে শনিবার রাতে তাঁর বাড়ির ঠিক বাইরে বিষাক্ত কোবরা ছোবল মারে। তিন থেকে চার বার ছোবল বসে অজিতের শরীরে। পরপর সাপের কামড় পড়তেই শুরু হয় রক্তপাত। বিষাক্ত সাপের বিষের প্রভাবে শরীর ঠাণ্ডা হতে শুরু করে। কিন্তু তা সত্ত্বেও বিষধরকে পালাতে দেয়নি অজিত। তাকে মেরে নিজের সঙ্গে হাসপাতালে নিয়ে আসেন। আহত ব্যক্তির হাতে মরা সাপ দেখে চিকিৎসকেরা অবাক হয়েছিলেন ঠিকই। কিন্তু পরে তাঁরা এও জানান, বিষের ধরণ শনাক্ত করার জন্যে সাপকে চিহ্নিত করা খুবই প্রয়োজন। তাই সাপের কামড়ের সঠিক চিকিৎসার জন্যে সাপের শনাক্তকরণ জরুরি।
হাসপাতালের এক চিকিৎসক জানান, 'দাঁতের দাগ লক্ষ্য করেছি এবং সাপের কামড় নিশ্চিত করেছি। রোগীর কামড়ের স্থানে বেশ ভালমতোই রক্তপাত হয়েছে। এছাড়াও কিছু নিউরোটক্সিক লক্ষণ ছিল। যেহেতু ওই ব্যক্তি সাপটিকে নিজের সঙ্গে নিয়ে এসেছিলেন, আমরা তাৎক্ষণিকভাবে এটিকে একটি কোবরা হিসাবে শনাক্ত করেছি। ফলে ব্যক্তির শরীরে উপযুক্ত অ্যান্টিভেনমও প্রয়োগ করা হয়েছে'।