
নয়াদিল্লিঃ রেকর্ড ছুঁল সোনার দাম(Gold Price)। সোমে দেশজুড়ে আরও ঊর্ধ্বমুখী সোনার দর। আজ, দেশজুড়ে খাঁটি সোনার দাম ৯১ হাজার টাকা। ২২ ক্যারাট সোনার দাম ৮২ হাজার টাকারও বেশি হয়েছে। যদিও শুক্রবারের তুলনায় গ্রাম প্রতি দাম কমেছে ৬০০ টাকা। এদিন প্রথমবারের জন্য স্পট গোল্ডের দাম আন্তর্জাতিক বাজারে ৩০০০ মার্কিন ডলারের উপরে পৌঁছে যায়। তবে শনিবার কমে সোনার দাম। শনিবার কলকাতায় পাকা সোনা কিনতে ব্যয় করতে হয়েছে ৮৯৬৭০ টাকা। আবার রবিবার কলকাতায় ২২ ক্যারাট সোনার দাম ছিল ৮২,২০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮৯,৬৭০ টাকা।
সপ্তাহের শুরুতে রেকর্ড ছুঁল সোনার দাম
মূলত বিশ্ব বাজারে সোনার দাম বৃদ্ধির হাত ধরেই ভারতে বাড়ছে সোনার দর। দ্রুত সোনার দাম বৃদ্ধির পিছনে ভূ-রাজনৈতিক অস্থিরতা, ভারত-সহ বিভিন্ন দেশের পণ্যে আমেরিকায় আমদানি শুল্ক বৃদ্ধির চাপের মতো একাধিক বিষয়কে দায়ী করছে স্বর্ণশিল্পী মহল। অন্যদিকে সোনার দাম আকাশছোঁয়ায় মধ্যবিত্তের মাথায় হাত। আবার সোনার দাম বেড়ে যাওয়ায়, সোনাকে দীর্ঘমেয়াদী স্থিতিশীল বিনিয়োগ হিসেবে বিবেচনা করছেন অনেকে।
সপ্তাহের শুরুতে রেকর্ড ছুঁল সোনার দাম
#Gold price in India at Rs 88,100 per 10 grams as of 10:43 am.
Read: https://t.co/65dAnQjh4c pic.twitter.com/zHoWne2Prb
— NDTV Profit (@NDTVProfitIndia) March 17, 2025