US Airstrikes on Houthis (Photo Credit: X)

দিল্লি, ১৭ মার্চ: এবার হাউতিদের ( Houthis) উপর হামলা চালাল আমেরিকা (US Airstrikes) । ইয়েমেনের (Yemen) হাউতিদের উপর হামলা চালিয়ে এই গোষ্ঠীর ৫৩ জনকে হত্যা করা হয়েছে। আহত বহু বলে খবর। ইয়েমেনের হাউতি জঙ্গিদের উপর মার্কিন সেনা যেভাবে আকাশ পথে হামলা শুরু করেছে, তা দেখে ফের চমকে উঠতে শুরু করেছে গোটা বিশ্ব। ১৬ মার্চ ওয়াশিংটনের তরফে স্পষ্ট ঘোষণা করা হয়, যতক্ষণ না পর্যন্ত ইয়েমেনের এই হাউতি জঙ্গিরা মাঝ সমুদ্রে থাকা জাহাজের উপর একের পর এক লুটপাট চালানোর কাজ বন্ধ করবে, ততদিন পর্যন্ত চলবে এই হামলা। ফলে মার্কিন হামলা এই মুহূর্তে বন্ধের কোনও ইঙ্গিত আমেরিকার তরফে দেওয়া হয়নি।

রিপোর্টে প্রকাশ, মার্কিন বায়ুসেনার হেলিকপ্টার একটি অজানা স্থান থেকে ওড়ানো হচ্ছে। যার খোঁজ কোনও সংবাদ সংস্থার হাতে নেই। অজানা স্থান থেকে মার্কিন যুদ্ধ বিমান উড়িয়ে, সেখান থেকে একের পর এক বোমা ফেলা হচ্ছে হাউতি জঙ্গিদের উপর। ফলে হাউতিদের মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করেছে। মার্কিন হানায় প্রথমে হাউতিদের ১৯ জনের মৃত্যু হলেও, পরে সেই সংখ্যা ৫০ পার করে যায়। আহত ১০০।

ইয়েমেনের হাউতিদের নিয়ন্ত্রণে থাকা টিভি মাসিরার তরফে জানানো হয়, হোদেইদাহ প্রদেশে মার্কিন সেনা আকাশ পথে হামলা চালিয়েছে। পরপর ২বার ট্রাম্প বাহিনী হাউতিদের উপর হামলা চালায় বলে জানানো হয়।

দেখুন কীভাবে হামলা শুরু করেছে মার্কিন সেনা...

 

হাউতিদের উপর একের পর এক হামলা চলছেই...

 

এরপর হাউতিদের তরফে স্পষ্ট ঘোষণা করা হয়, মার্কিন সেনা যেভাবে হামলা চালিয়েছে, তার পালটা জবাব দেওয়া হবে।

প্রসঙ্গত গত কয়েক দশক ধরে ইয়েমেন দখল করে বসে রয়েছে হাউতিরা। ২০২৩ সালে ইজরায়েলের তরফে গাজায় হামাস জঙ্গিদের খোঁজে হামলা শুরু হলে, তার পালটা  জবাবে মাঝ সমুদ্রে থাকা একের পর এক জাহাজে হানাদারি চালিয়ে লুটপাট শুরু করে হাউতিরা। গাজায় থাকা প্যালেস্তিনীয়দের পাশে থাকতেই এই হামলা বলে হাউতিদের তরফে জানানো হয়।