
কলকাতা, ১৭ মার্চ: শুরু হয়ে গিয়েছে গরমের (Summer) প্রকোপ। মার্চের মাঝেই গরমে পুড়ছে কলকাতা। শহরের পাশাপাশি দক্ষিণবঙ্গেও (South Bengal) তাপ ক্রমশ বাড়ছে। ফলে গরমের জেরে মানুষের অস্বস্তি যেমন বাড়ছে, তেমনি ঘর্মাক্ত দিনের আগমণে বিরক্ত বাংলাবাসী (West Bengal)। মর্চের মাঝে ইতিমধ্যেই আবহাওয়া দফতরের তরফে কলকাতা হলুদ সঙ্কেত জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে তাপ বাড়ছে। ফলে তীব্র গরমে মানুষের হাসফাঁস আরও বাড়বে।
কলকাতার পাশপাশি আর কোন কোন জেলায় জারি করা হয়েছে গরমের সতর্কতা
কলকাতার পাশাপাশি বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে তাপ অত্যাধিক বাড়বে বলে জানানো হয়েছে। সাধারণের তুলনায় ওই জেলাগুলিতে তাপমাত্রা আরও ৫ ডিগ্রি করে বাড়বে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর।
অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
তাপের মাঝেও বৃষ্টির সতর্কতা
তবে গরম বাড়লেও চলতি সপ্তাহে ২ দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২০ মার্চ থেকে ২২ মার্চের মধ্যে কলকাতায় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।